Advertisement
Advertisement
KL Rahul

এশিয়া কাপে নেই লোকেশ রাহুল, বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার

আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না লোকেশ রাহুল।

KL Rahul is set to miss Asia Cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 19, 2023 12:50 pm
  • Updated:July 19, 2023 6:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup) নেই লোকেশ রাহুল (KL Rahul)। বিশ্বকাপের আগে এশিয়া কাপ বড় টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে রাহুলকে দেখে নেওয়া যেত। কিন্তু চোট না সারায় লোকেশ রাহুলকে পাওয়া যাবে না। ফলে বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হবে না টিম ইন্ডিয়ার পক্ষে।

আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। ১ মে থেকে তিনি আর খেলতে পারেননি। মে মাসেই বিলেতে অস্ত্রোপচার হয় রাহুলের। এই চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি তিনি। একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের খবর অনুযায়ী, এশিয়া কাপে নেই লোকেশ রাহুল। আয়ারল্যান্ডে হতে চলা টি-টোয়েন্টি সিরিজেও রাহুলের পক্ষে খেলা সম্ভব নয়।

Advertisement

[আরও পড়ুন: প্রতিবন্ধকতা থেকে কন্যাশোক, পালধি-র ‘উত্তরসূরি’দের সবই ভুলিয়ে দেয় মোহনবাগান]

ওয়েস্ট ইন্ডিজ সফরে ঈশান কিষান ও সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের দেখে নেওয়া হচ্ছে। এশিয়া কাপের আগে রাহুল পুরোদস্তুর সুস্থ হয়ে উঠবেন না, এটা পরিষ্কার ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। সেই কারণেই এশিয়া কাপে ঈশান কিষান এবং স্যামসনকে রাখা হবে স্কোয়াডে। এশিয়া কাপের দল ঘোষণা এখনও করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই দল ঘোষণা হলেই পরিষ্কার হয়ে যাবে সবকিছু।

[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে আবেগপ্রবণ রোহিত, ঈশানের থেকে চান সেঞ্চুরি]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement