Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly KKR

পুরনো বিভেদ ভুলে জন্মদিনে ‘মহারাজা তোমারে সেলাম’, সৌরভকে শুভেচ্ছা কেকেআরের

সৌরভ-আবেগে ভাসছে গোটা দেশ।

KKR wishes Sourav Ganguly a very happy birthday । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 8, 2023 11:39 am
  • Updated:July 8, 2023 12:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ৫১ বছরে পা দিলেন মহারাজ। খেলোয়াড়জীবনে কত ফুলই না তিনি ফুটিয়েছেন ক্রিকেটমাঠে! ব্যাট হাতে দাদাগিরি দেখিয়েছেন। উইকেটে জমে যাওয়া পার্টনারশিপ ভেঙেছেন বল হাতে। নেতৃত্ব দেওয়ার সময়ে ধুরন্ধর মস্তিষ্কের পরিচয় দেন। 

ক্রিকেট ছাড়ার পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সর্বময় কর্তা হিসেবে সৌরভও ছড়ান তিনি। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। কলকাতা নাইট রাইডার্স মহারাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। রাজবেশে সৌরভের ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে কেকেআর লিখেছে, ”মহারাজা তোমারে সেলাম। হ্যাপি বার্থডে, প্রিন্স অফ ক্যালকাটা।” পুরনো বিভেদ ভুলে জন্মদিনে শুভেচ্ছা পাঠাল কেকেআর। 

Advertisement

[আরও পড়ুন: স্মিথ আউট হতেই স্লেজিং বেয়ারস্টোর, মেজাজ হারালেন অজি তারকা, রইল ভিডিও]

একসময়ে রাহুল দ্রাবিড় ভারতের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে বলতেন, ”অফসাইডের ঈশ্বর।” তাঁর পেলব কভার ড্রাইভ সবুজ ঘাসের বুক চিরে জায়গা করে নিত বাউন্ডারির ওপারে। সৌরভকে শুভেচ্ছা জানিয়ে চেন্নাই সুপার কিংস লিখেছে, ”দ্য অফ ড্রাইভস, শর্ট বোলিং রান আপ, স্টেপ আপ করে শট, যুবরাজের মতো উদযাপন। সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের সবার। সুপার বার্থডের শুভেচ্ছা দাদাকে।”

 

যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগের মতো তরুণ ব্রিগেডের উত্থান হয়েছিল সৌরভের হাত ধরেই। জন্মদিনে প্রিয় দাদাকে শুভেচ্ছা জানালেন যুবি। 

 

গোটা দেশ আজ আবেগে ভাসছে। দেশের হৃদয় যে সৌরভ গঙ্গোপাধ্যায়। 

[আরও পড়ুন: মস্তিষ্কে রক্তক্ষরণ ফান ডর সরের, গুরুতর অসুস্থ হয়ে ভরতি আইসিইউতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement