সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে এবার একটা কথা খুব চলছে। আন্দ্রে রাসেলকে বল করতে হলে বোলারের গায়ের চামড়া মোটা হতে হবে! কেকেআর এখনও পর্যন্ত চারটে ম্যাচের মাত্র একটায় হেরেছে। সেটা দিল্লি ক্যাপিটালসের কাছে। যে ম্যাচের সুপার ওভারে দিল্লির ফাস্ট বোলার কাগিসো রাবাদার অসাধারণ ইর্য়কারে রাসেলের স্টাম্প উপড়ে যেতেই নাইটরা আর পারেননি। কিন্তু কোটলায় সেদিনও মূল ম্যাচে কেকেআরের ধুঁকতে থাকা ৬১-৫ স্কোরে ক্রিজে এসে রাসেল ২৮ বলে ৬২ তুলে টিমকে ২০ ওভারে ১৮৫ রানে পৌঁছে দিয়েছিলেন। তাই জেতার পরেও দিল্লির আরেক পেসার ক্রিস মরিস বলেছিলেন ওই কথাটা, “রাসেলকে বল করার জন্য বোলারদের মোটা গায়ের চামড়া মোটা থাকা দরকার!”
যার এক সপ্তাহের মধ্যেই মরিসের সতর্কবার্তা ভুলে যাওয়ার চরম খেসারত দিতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বোলারদের। শুক্রবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির বোলাররা হাড়েহাড়ে টের পেলেন আন্দ্রে রাসেলের বিরুদ্ধে বল করতে কতটা ‘গায়ের চামড়া মোটা’ থাকা দরকার! আর নইলে প্রতিটা বোলারের উপর ‘আন্দ্রে দ্য জায়ান্ট’-এর নিষ্ঠুর প্রহার কী মাত্রায় বর্ষিত হয়! শুক্রবার বিরাট-এবিডিদের দেওয়া ২০৬ রানের কঠিন টার্গেটের সামনে রাসেল যখন ব্যাট করতে নামেন, কেকেআরের দরকার ২৬ বলে ৬৭ রান। আস্কিং রেট ১৫-র বেশি। ক্রিজের উলটো দিকে থাকা নাইট অধিনায়ক দীনেশ কার্তিক তবুও রাসেলকে পরামর্শ দিয়েছিলেন, “পিচটা বুঝে নিতে অন্তত ক’টা বল দেখেশুনে খেলো।” বিশালদেহী ক্যারিবিয়ানের উত্তর ছিল, “আমি তো ডাগআউটে বসে খেলাই দেখছিলাম। পিচ নিয়ে একটা ধারণা তৈরি হয়েই গিয়েছিল।”
যদিও হয়তো অধিনায়কের পরামর্শকে সম্মান দিতেই রাসেল প্রথম চার বলে মাত্র এক রান করেছিলেন। তারপরেই সেই মাত্র ৯ বলে ৪৭ রানের সুনামি আছড়ে পড়ে ক্যাপ্টেন কোহলির বোলার বাহিনীর উপর। আর তাঁর এই ফর্মই খানিকটা হলেও চাপে রেখেছে রাজস্থান রয়্যালসকে। কেকেআর সমর্থকরা তো ধরেই নিয়েছেন, জয়পুরে আজও উঠবে রাসেল ঝড়। রবিবাসরীয় সোয়াই মান সিং স্টেডিয়ামে নিঃসন্দেহে রাজস্থান বোলাররা মরিসের সতর্কতা মাথায় রাখবেন। তবে অজিঙ্ক রাহানের দলের অফস্পিনার কৃষ্ণাপ্পা গৌতমও হুঙ্কার ছেড়ে রাখলেন। বললেন, রাসেল বধের পরিকল্পনা তাঁদের তৈরি। কিন্তু কিং খানের ‘বাহুবলী’র জন্য কি আদৌ কোনও পরিকল্পনা খাটবে? সে উত্তরেরই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.