Advertisement
Advertisement

‘ইডেনের এই পিচে আশা করি রোহিতের ব্যাট চলবে না’

সংবাদ প্রতিদিন-এর জন্য বিশেষ আইপিএল কলাম লিখছেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর৷

KKR Diary: Rohit’s magic won’t work on Dada’s pitch, says Gautam Gambhir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 13, 2017 5:30 am
  • Updated:July 11, 2018 10:48 am  

সংবাদ প্রতিদিন-এর জন্য বিশেষ আইপিএল কলাম লিখছেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর৷ কেকেআর অধিনায়কের কাছে প্লে-অফে ওঠার একটাই মন্ত্র, যা কিছু নিয়ন্ত্রণের বাইরে সেসব নিয়ে মাথা ঘামাতে হবে না৷ পাশাপাশি তিনি চান, ইডেন ও রোহিত শর্মার ‘লাভ স্টোরি’-র জন্য শনিবার দিনটা যেন খারাপ যায়। এদিকে, শুক্রবার পুণে হেরে যাওয়ায় প্লে-অফ প্রায় পাকা নাইটদের।

[যানজটের ক্লান্তি কাটাতে রাস্তাতেই যোগাসন এই মহিলার]

গত ২৪ ঘণ্টায় অনেক কিছু ঘটে গেল৷ মেশিন বলছে, শেষ তিন সপ্তাহে আমার ৪ কেজি ওজন কমেছে৷ দিল্লিতে আমাদের বাড়ির কিছুটা জায়গা নতুন করে সাজানো চলছে৷ আমার পছন্দের একটা কোণে ঘর তৈরি হচ্ছে৷ যে ঘরে একটা টিটি টেবল থাকবে৷ সঙ্গে মিউজিক সিস্টেম আর খেলা-সিনেমা দেখার জন্য একটা বড় স্ক্রিন৷ সব ক’টার মধ্যে আমার অবশ্য সবচেয়ে উত্তেজনা লাগছে যে, শেষ পর্যন্ত আমার টেবল টেনিস বোর্ডের আগমন ঘটছে ভেবে! একটা ডিভিডির খোঁজও করছিলাম– ‘গৌর হরি দাস্তান- দ্য ফ্রিডম ফাইল’ সিনেমার ডিভিডি৷ শেষমেশ হাতে পেয়েওছি৷ ঠিক করেছি খুব তাড়াতাড়ি দেখব৷ আমার এক চিত্র সমালোচক বন্ধু সিনেমাটা আমাকে দেখতে বলেছে৷ আর ওর পছন্দ খুব কমই ভুল হয়ে থাকে৷

Advertisement

[প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ জওয়ানের স্ত্রীর]

ক্রিকেট মাঠে আমরা সবাই আরও একটা আইপিএল ম্যাচ দেখলাম, যেরকম ম্যাচ এই টুর্নামেন্টকে বিশ্বের সমস্ত টি-২০ লিগের ‘বিগ ড্যাডি’ করে তুলেছে৷ ওয়াংখেড়ে পিচের আমি খুব একটা ভক্ত নই৷ কিন্তু বৃহস্পতিবার ওই মাঠে যে উঁচু স্ট্যান্ডার্ডের ক্রিকেট স্কিল প্রদর্শিত হল, তার এতুটুকুও কৃতিত্ব কারও কেড়ে নেওয়ার উপায় নেই৷ এককথায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো রোমাঞ্চকর ম্যাচ৷ মার্টিন গাপ্টিলের একহাতে নেওয়া লেন্ডল সিমন্সের ক্যাচটা স্রেফ একটা রত্ন৷ বিধবংসী ব্যাটিং মেজাজে থাকা কায়রন পোলার্ডকে করা মোহিত শর্মার ২০তম ওভারটা অভাবনীয়! হেনরিকেকে যে ওভারে পোলার্ড আর হার্দিক পাণ্ডিয়া মিলে বেধড়ক পেটাল সেটা সব ব্যাটসম্যানের জন্য অসাধারণ উদ্দীপনার৷ সম্পূর্ণ ছন্দে ঋদ্ধিমান সাহার ব্যাটিংয়ের টাচ এবং টাইমিং অনবদ্য৷বলতে চাইছি ম্যাচটা ছিল একদম ব্লকবাস্টার৷

[বালোচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ২৫]

আমি গর্বিত যে, ইডেনে সেই লড়াইয়ের সামঞ্জস্যটা থাকে৷ কেকেআরের ঘরের মাঠে ব্যাটসম্যান-বোলার, দু’তরফই সমান সুযোগ পাওয়ার জন্য আমার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ দেব৷ আমি মনে করি, দাদার ভিশন-এর প্রতি যেন শ্রদ্ধা জানাতেই ইডেনের নতুন পিচ গত এক বছরে আন্তর্জাতিক আর আইপিএল মিলিয়ে এতগুলো রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিয়েছে৷ আজ ইডেনে মুম্বই ইন্ডিয়ান্স যখন খেলবে, ওয়াংখেড়ের চেয়ে প্রচুর পার্থক্য অনুভব করবে৷ জানি, ওদের ক্যাপ্টেন এবং আমার প্রিয় ব্যাটসম্যানদের একজন রোহিত শর্মা ইডেনকে ভালবাসে৷ আর ইডেনও রোহিতকে ভালবাসে৷ আশা করব এবং একইসঙ্গে প্রার্থনাও যে, শনিবারটা এই ‘লাভ স্টোরি’র জন্য যেন একটা খারাপ দিন যায়৷

[‘মাথা কেটে ঝুলিয়ে দেব’, হুরিয়ত নেতাদের হুমকি হিজবুলের]

কিংস ইলেভেন পাঞ্জাবের জয়টা আমাদের একটা খোঁচা মেরেছে৷ তবে সেটা কেকেআরের জন্য প্রয়োজনীয় একটা ‘ওয়েক আপ কল’-ও হয়ে উঠতে পারে৷ আমার ছেলেদের বলেছি, আমি ওই ধরনের পারমুটেশন-কম্বিনেশন নিয়ে মাথা ঘামাচ্ছি না যে, ‘এক্স’ হারাবে ‘ওয়াই’-কে কিংবা আমাদের চেয়ে ‘এ’-র নেট রানরেট কম থাকবে৷ এ ধরনের পরিস্থিতিতে আমার মন্ত্র খুব সহজ– নিয়ন্ত্রণ সম্ভব এমন জিনিসগুলোকেই নিয়ন্ত্রণ করো আর বাকি সব কিছু ভুলে যাও অর্থাৎ কন্ট্রোল+অল্ট+ডিলিট৷

[বিশ্ব আদালতের নির্দেশ অগ্রাহ্য, কুলভূষণের ফাঁসি রুখতে নারাজ পাকিস্তান]

নানা দিক দিয়ে টুর্নামেন্টটা আমাদের কাছে অদ্ভুত যাচ্ছে৷ নিজেদের সেরা খেলাটা না খেলেও আমরা জিতেছি৷ দু’টো ম্যাচে হেরেছি বিপক্ষের কারও ব্যক্তিগত ক্যারিশমার কাছে৷ গুরত্বপূর্ণ মুহূর্তে আমাদের খেলার স্ট্যান্ডার্ডকে তুলেছি৷ এ বছর আমাদের চিত্রনাট্যে সব রয়েছে– নাটক, আবেগ, ট্র্যাজেডি, অসাধারণত্ব, এমনকী গানও (কেকেআরের জয়ের গানটা)৷ তার উপর শাহরুখ খান আসছেন মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দেখতে৷ এর চেয়ে লিগ পর্বের ভাল সমাপ্তি আর কী হতে পারে! সত্যিই একেবারে বলিউড স্টাইল!

[OMG! শাহরুখ নয়, আরিয়ানের ছেলে আব্রাম!]

(দীনেশ চোপড়া মিডিয়া)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement