সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইনা নেহওয়াল, পিভি সিন্ধুদের মতো মহিলা তারকাদের উত্থানের কাহিনির মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারছিলেন না কোনও ভারতীয় পুরুষ শাটলার। বিশ্বের ব্যাডমিন্টন কোর্টে রাজত্ব চলছিল ভারতীয় নারীশক্তিরই। কিন্তু এবার নজর কাড়ছেন এক পুরুষ। প্রতিপক্ষের থেকে একের পর এক ট্রফি ছিনিয়ে নিয়ে জানান দিচ্ছেন, এবার তাঁর শিরোনামে ওঠার পালা। রবিবার জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফরাসি ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত। চার-চারটি সুপার সিরিজ জয়ের পাশে লেখা রইল তাঁর নাম।
গত রবিবারই দক্ষিণ কোরিয়ার তারকাকে পরাস্ত করে ডেনমার্ক ওপেন সুপার সিরিজ প্রিমিয়ার জিতেছিলেন শ্রীকান্ত। এদিন ফাইনালে পৌঁছনো একমাত্র ভারতীয় হিসেবে ফের বাজিমাত করলেন। পুরুষ সিঙ্গলসের ফাইনালে এদিন কেনটা নিশিমতোকে ২১-১৪, ২১-১৩ স্ট্রেট গেমে হারিয়ে ফরাসি ওপেন সুপার সিরিজ ট্রফি ঘরে তুললেন শ্রীকান্ত। পিভি সিন্ধু টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর আরেক ভারতীয় শাটলার প্রণয়কে হারিয়েই ফাইনালে পৌঁছেছিলেন তিনি। ডেনমার্কের পর ফরাসি ওপেনেও ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সেই একজন ভারতীয়ই। এবারও স্বপ্নভঙ্গ হতে দিলেন না।
The legend of Srikanth Kidambi grows even more stronger. 4th title of the year for the pride of India who creates history in #FrenchSS ✌️ pic.twitter.com/VShjfVwoDC
— BAI Media (@BAI_Media) October 29, 2017
চলতি বছরই ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া ওপেন ঝুলিতে ভরেছেন শ্রীকান্ত। পাশাপাশি সিঙ্গাপুর ওপেনের ফাইনালেও পৌঁছেছিলেন। যদিও সেখানে রানার্স-আপ হিসেবেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। আর ২০১৪ সালে চিনা ওপেন সুপার সিরিজ ও পরের বছর ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হওয়ার পর গত সপ্তাহে ডেনমার্কেও ভারতের ঝান্ডা ওড়ান শ্রীকান্ত। একের পর এক টুর্নামেন্ট খেলে চলেছেন। অথচ চোখে মুখে কোথাও ক্লান্তির ছাপ নেই। প্রথম ভারতীয় শাটলার হিসেবে ফরাসি ওপেন খেতাব জিতলেন তিনি। এর আগে ২০১২ সালে সাইনা নেহওয়াল টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন। তাই কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন শ্রীকান্ত বললে বাড়িয়ে বলা হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.