সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়া দুনিয়ায় একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের লড়াইয়ে নেমেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে এদিন লন্ডনেই বিশ্ব হকি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। খেলার দুনিয়ার এমন স্মরণীয় সুপার সানডের শুরুটা দুর্দান্তভাবে করলেন কিদাম্বি শ্রীকান্ত। কাজুমাসা সাকাইকে উড়িয়ে দিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা।
শনিবার বিশ্বের এক নম্বর কোরিয়ান তারকা সন ওয়ান-হুনকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন শ্রীকান্ত। রবিবার পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে জাপানি শাটলারকে টিকতেই দিলেন না তিনি। ২১-১১, ২১-১৯ স্ট্রেট গেমে ম্যাচ জিতে নেন ভারতীয়। প্রথম গেম অত্যন্ত সহজভাবে জিতে যান তিনি। দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালান ৪৭ নম্বর কাজুমাসা। স্কোর ১৯-১৯ হয়ে যাওয়ার পর জয় ছিনিয়ে নেন শ্রীকান্ত। তাঁর কাছে যে এই টুর্নামেন্ট স্মরণীয় হয়ে রইল, সে নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ তাঁর থেকে উঁচু ব়্যাঙ্কিংয়ের তারকাদের হারিয়েই ফাইনালে পৌঁছেছিলেন শ্রীকান্ত। ওয়ান-হুন ছাড়াও ৯ নম্বর ও জরজেনসেনকে পরাস্ত করে শেষ আটে উঠেছিলেন। আবার কোয়ার্টার ফাইনালে ১৯ নম্বর জু ওয়েই ওয়াংকে হারান তিনি। এই নিয়ে তাঁর ঝুলিতে এল দু’টি সুপার সিরিজ ট্রফি। ২০১৪ সালে চিন ওপেন সুপার সিরিজের পর ইন্দোনেশিয়াতেও সাফল্য পেলেন শ্রীকান্ত।
চলতি মরশুমটা ভালই যাচ্ছে ২৪ বছর বয়সি তারকার। গতমাসে সিঙ্গাপুর ওপেনে বি সাই প্রণীতের কাছে হেরে রানার্স-আপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.