Advertisement
Advertisement

Breaking News

রাজীব গান্ধী খেলরত্ন পাচ্ছেন সিন্ধু-সাক্ষী-দীপারা, দ্রোণাচার্য বিশ্বেশ্বর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের আসর থেকে দেশের জন্য সম্মান ছিনিয়ে এনেছেন তাঁরা৷ ক্রীড়াজগতে দেশের সর্বোচ সম্মান তাঁদের হাতে তুলে দিয়ে দেশও এবার তাঁদের সম্মানিত করার সিদ্ধান্ত নিল৷ রিও ওলিম্পিকে পদকজয়ী সিন্ধু, সাক্ষী এবং জিমন্যাস্টিক্সে ভল্ট ইভেন্টে চার নম্বরে শেষ করা দীপার হাতে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তুলে দেওয়ার কথা ঘোষণা করা হল৷ দীপার কোচ বিশ্বেশ্বর […]

Khelratna For Dipa, Sakshi And Sindhu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2016 7:49 pm
  • Updated:July 13, 2018 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের আসর থেকে দেশের জন্য সম্মান ছিনিয়ে এনেছেন তাঁরা৷ ক্রীড়াজগতে দেশের সর্বোচ সম্মান তাঁদের হাতে তুলে দিয়ে দেশও এবার তাঁদের সম্মানিত করার সিদ্ধান্ত নিল৷ রিও ওলিম্পিকে পদকজয়ী সিন্ধু, সাক্ষী এবং জিমন্যাস্টিক্সে ভল্ট ইভেন্টে চার নম্বরে শেষ করা দীপার হাতে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তুলে দেওয়ার কথা ঘোষণা করা হল৷ দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীকে দেওয়া হবে দ্রোণাচার্য পুরস্কার৷

সবথেকে বেশি সংখ্যক প্রতিযোগী পাঠানো হয়েছিল এবারের ওলিম্পিকেই৷ তুলনায় পদক এসেছে কমই৷ কিন্তু এক নতুন দিক খুলে দিয়েছে এবারের ওলিম্পিক৷ যখন হারের হতাশা জেঁকে বসছিল দেশের কাঁধে, একের পর এক তারকারা ব্যর্থ হচ্ছিলেন, তখন জ্বলে উঠলেন নারীরাই৷ দীপা পদক জয় করতে পারেননি কিন্তু দেশবাসীর উৎসাহের মুখটা তিনিই ঘুরিয়ে দিয়েছিলেন৷ দেশের হয়ে প্রথম পদক আনেন সাক্ষী মালিক৷ পরে রূপো জয় করে এবারের ওলিম্পিককে স্মরণীয় করে রাখেন পি ভি সিন্ধু৷ রিও ওলিম্পিক তাই একরকম ভারতীয় নারীশক্তির জয় হয়ে উঠেছে৷ আর সে শক্তিকে সম্মান জানাল দেশ৷ ক্রীড়ায় দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া হচ্ছে তাঁদের হাতে৷ তাঁরা ছাড়াও খেলরত্ন পাবেন ক্রীড়াবিদ জিতু রাই৷

Advertisement

এছাড়া অর্জুন পুরস্কার ও দ্রোণাচার্য খেতাব প্রাপকদেরও নাম ঘোষণা করা হল৷ ২৯ আগস্ট রাষ্ট্রপতি ভবনে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে৷

এক নজরে কারা পেলেন কোন পুরস্কার:

খেলরত্ন- পি ভি সিন্ধু (ব্যাডমিন্টন), সাক্ষী মালিক (কুস্তি), দীপা কর্মকার (জিমন্যাস্টিক্স), জিতু রাই (শুটিং)

দ্রোণাচার্য- নাগাপুরি রমেশ (অ্যাথলিট), সাগর মাল ধবল (বক্সিং), বিশ্বেশর নন্দী (জিমন্যাস্টিক্স), রাজ কুমার শর্মা (ক্রিকেট), মহাবীর সিং (কুস্তি, জীবনকৃতী), প্রদীপ কুমার (সাঁতার, জীবনকৃতী)

অর্জুন- রজত চৌহান (তিরন্দাজি), ললিতা বাবর (অ্যাথলেটিক্স), অজিঙ্ক রাহানে (ক্রিকেট), সুব্রত পাল (ফুটবল), রানি (হকি), ভি আর রঘুনাথ (হকি), গুরপ্রীত সিং (শুটিং), অপূর্বী চান্ডেলা (শুটিং), সৌম্যজিত ঘোষ (টেবল টেনিস), ভিনেশ ফোগাট (কুস্তি), অমিত কুমার (কুস্তি), সন্দীর সিং মন (প্যারা অ্যাথলিট), বীরেন্দ্র সিং (কুস্তি, ডেফ)

ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড- সত্তি গীতা (অ্যাথলেটিক্স), সিলভানাস ডুং ডুং (হকি), রাজেন্দ্র প্রহ্লাদ শেলকে (রোয়িং)

মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি- পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়, পাতিয়ালা

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement