Advertisement
Advertisement

Breaking News

ফুটবল জ্বরে কাঁপছেন নবদম্পতি, বিয়ের থিমে তাই বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার মেলবন্ধন।

kerala-couple-tie-knot-in-fifa-football-world-cup-style
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2018 6:43 pm
  • Updated:September 14, 2023 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরুন ভরা ফুটবলের বাজারে আপনার বিয়ে? আপনি আর্জেন্টিনা বা ব্রাজিলের ফ্যান। তাহলে কী করবেন? বিয়ের পিঁড়ি ছেড়ে টিভির সামনে বসে খেলা দেখবেন, না বিয়ে পিছিয়ে দেবেন এক মাস? হাজারো প্রশ্ন। উত্তর যথাযথ মিলবে না। তবে সব সমস্যাকে উড়িয়ে বিয়ে ও বিশ্বকাপকে মিশিয়ে দিলেন ত্রিচুরের দম্পতি জুবিন ও ইরেনে।

[অশ্লীলতার দায়ে বিশ্বকাপ! কলম্বিয়ার সাংবাদিককে প্রকাশ্যে চুম্বন ও হেনস্তা]

কেরল মানে ফুটবল ভালবাসার মাত্রা অন্য। তায় আবার বিশ্বকাপ। জুবিন ও ইরেনের বিয়ে হয়ে গিয়েছে। তা হয়েছে সেন্ট মেরি চার্চে। তারপর লাঞ্চ পার্টি ছিল। সেটা তারা ব্যবস্থা করেছিলেন ত্রিচুরেরই সেন্ট অ্যালয়সিয়াস ওয়েডিং হলে। এই পর্যন্ত ঠিক ছিল। স্পেশাল ব্যাপারটা ঠিক এরপর থেকেই। এই ওয়েডিং হলের ভিতরে ঢুকলে যে কারও মনে হতে পারে, তিনি কোনও বিশ্বকাপ স্টেডিয়ামে ঢুকে পড়েছেন। গোটা হল ঘর জুড়ে বিশ্বকাপারদের বড় বড় কাট-আউট। খাবার টেবিলও বিভিন্ন দেশের পতাকায় মুড়ে দেওয়া। তবে সবচেয়ে বেশি রং আকাশি ও সাদা। কারণ, বড় আর্জেন্টিনার ডাই হার্ট ফ্যান হলেও, বউ যে নেইমারের অন্ধ ভক্ত। বরের ইচ্ছেতেই তাই হল-ঘরের একদিনের রং আকাশি-সাদায় করা হয়েছিল। টেবল ক্লথগুলিও ছিল আর্জেন্টিনার ফ্ল্যাগ দিয়ে মোড়ানো। এখানেই শেষ নয়। প্রত্যেক টেবিলে ছোট ছোট আর্জেন্টিনার পতাকাও লাগানো হয়েছিল।

Advertisement

[মেসি কি পারবেন গোলে ফিরতে? উত্তর দিলেন টলিপাড়ার সেলেবরা]

লাঞ্চ পার্টি শুরুর আগে একটা বিশাল কেকের অর্ডার দেওায় হয়েছিল। জুবিন বলছিলেন, ‘আমি আর্জেন্টিনার ফ্যান। তাই অনেক আগে থেকে সব পরিকল্পনা করে রেখেছিলাম। এখন গোটা বিশ্ব ফুটবল জ্বরে ভুগছে। এমন একটা সময় বিয়ে করছি, আর সেটা মনে রাখার মতো করব না? খরচের কথা চিন্তাই করিনি।’

[প্র্যাকটিসে চোট পেয়ে ফের ব্রাজিলের চিন্তা বাড়ালেন নেইমার, দেখুন ভিডিও]

হল ঘর সাজানোর দায়িত্বে ছিল রোমান ইভেন্ট প্ল্যানার্স। বিভিন্ন অনুষ্ঠানে গোছগাছের ব্যাপারটা তারাই করে। তাদের অন্যতম প্রধান জিনু পল বলছিলেন, ‘জুবিন অনেক আগে এসে ওদের বিয়ের ঘর সাজানোর পরিকল্পনাটা বলেছিল। আমরা জানি ও আর্জেন্টিনার অন্ধ ভক্ত। তাই কেক থেকে শুরু করে, হল ঘর সাজানো। সবকিছুই যাতে আর্জেন্টিনার পতাকার রংয়ে মুড়ে দেওয়া যায়, সেই চেষ্টা করে গিয়েছি। জুবিন সন্তুষ্ট। আমরাও খুশি।’

[সালাহর গোলেও শেষরক্ষা হল না, মিশরকে হারিয়ে নক-আউটে রাশিয়া]

তবে এত ফ্ল্যাগ, পতাকা দিয়ে গোটা অনুষ্ঠানটি সাজিয়ে তোলার কাজ তো কঠিন ছিল। পল বলছিলেন, ‘কেরলে ফুটবল ক্রেজের কথা নতুন করে আর কাউকে বলার প্রয়োজন আছে বলে মনে করি না। জুবিন বলছিল, সেরাটা দিয়ে চেষ্টা করতে। আমরা সব কিছু লোকাল মার্কেট থেকেই কিনে নিয়ে এসেছি।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement