Advertisement
Advertisement

Breaking News

Karim Benzema

কোচের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাত তুঙ্গে, অশান্তির আবহেই সৌদি লিগে প্রথম গোল বেঞ্জিমার

ইত্তিহাদ ছাড়বেন বেঞ্জিমা এমন চর্চাও শুরু হয়েছে।

Karim Benzema scores his first goal in Saudi Pro League । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 25, 2023 9:02 am
  • Updated:August 25, 2023 9:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আল ইত্তিহাদ ম্যানেজারের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছে করিম বেঞ্জিমার। এই জল্পনার মধ্যেই বেঞ্জিমা (Karim Benzema) গোল করলেন, গোল করালেন। সৌদি প্রো লিগে প্রথম গোল পেলেন বেঞ্জিমা। তিনি গোল পাওয়ার দিনেই বড় জয় পেল আল ইত্তিহাদ। আল ইত্তিহাদ ৪–০ গোলে হারিয়েছে আল রিয়াদকে। সৌদি প্রো লিগে এটি টানা তৃতীয় জয় আল ইত্তিহাদের।
করিম বেঞ্জিমার সঙ্গে তাঁর ম্যানেজারের সম্পর্ক নিয়ে চর্চা চলছে। শোনা যাচ্ছে, আল ইত্তিহাদের ম্যানেজার নুনো এসপিরিতোর সঙ্গে ব্যক্তিত্বের সংঘাত শুরু হয়ে গিয়েছে ফরাসি তারকার। খবর ছড়িয়েছে, আল ইত্তিহাদ ছাড়তে পারেন করিম বেঞ্জিমা। 

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আল ইত্তিহাদের ম্যানেজার নুনো এসপিরিতো দলে চাননি ফরাসি তারকাকে। কারণ তাঁর পরিকল্পনার সঙ্গে খাপ খাচ্ছিলেন না বেঞ্জিমা। সৌদি প্রো লিগের প্রথম দুটো ম্যাচে গোল পাননি বেঞ্জিমা। কিন্তু তৃতীয় ম্যাচে বেঞ্জিমা গোলের রাস্তা খুঁজে পান। ম্যানেজারের সঙ্গে বেঞ্জিমার সংঘাতের আরও একটা কারণ হল নেতৃত্ব। বেঞ্জিমা ভেবেছিলেন তাঁকে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হবে। কিন্তু বেঞ্জিমাকে সেই দায়িত্ব না দিয়ে দলের লিজেন্ড রোমারিনহোকে অধিনায়ক বানাতে চান ম্যানেজার। শোনা গিয়েছিল, সাজঘরেই বেঞ্জিমা ম্যানেজারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। অধিনায়কের কাছে কোচকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বেঞ্জিমা। এমনকী ক্লাব কর্তৃপক্ষের কাছেও নালিশ জানান তিনি। দ্রুত সমস্যা মেটানোর অনুরোধও করেন। 

Advertisement

[আরও পড়ুন: ‘আরও ভাল লড়াই দিতেই পারতাম’, কার্লসেনের কাছে হারের পর বিষণ্ণ প্রজ্ঞানন্দ]

এরকম পরিস্থিতিতে নেমে বেঞ্জিমা গোল করেন ম্যাচের ১৭ মিনিটেই। লিগের আগের দুটো ম্যাচে গোল পাননি তিনি। ইত্তিহাদের হয়ে ২৫ মিনিটে ব্যবধান বাড়ান আবদুর রজ্জাক হামাদেল্লাহ। মরক্কোর এই স্ট্রাইকার বিরতির ঠিক আগে আরও একটি গোল করেন। খেলা শেষ হওয়ার আগে চতুর্থ গোলটি করেন সালেহ আল–আমরি। অ্যাসিস্ট করেন বেঞ্জিমা। কোচের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের মধ্যেই বেঞ্জিমা গোল করায় অনেকেই একে ফরাসি তারকার জয় বলে ধরে নিচ্ছেন। 

[আরও পড়ুন: ক্লেটনকে পরিকল্পনায় রাখলেও, কোয়ার্টারে গোকুলাম নিয়ে সতর্ক কার্লেস কুয়াদ্রাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement