Advertisement
Advertisement

ভাল শুরু করেও পরপর উইকেট খুইয়ে ক্যান্ডি টেস্টে বিপাকে ভারত

ধাওয়ানের সেঞ্চুরির দিন ব্যাট হাতে ব্যর্থ রাহানে-পূজারা।

Kandy Test: Riding explosive Shikhar Dhawan India towards big score against Sri Lanka
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2017 12:52 pm
  • Updated:August 12, 2017 2:25 pm  

ভারত: প্রথম ইনিংস- ৯০ ওভারে ৩২৯/৬ (ধাওয়ান ১১৯ রান, রাহুল ৮৫, পুষ্পাকুমারা ৪০/৩)

প্রথমদিনের খেলা শেষ

Advertisement

দেবাশিস সেন: গল, কলম্বো-র পর এবার ক্যান্ডি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টেও জারি ভারতীয় ব্যাটসম্যানদের দাপট। তবে এক বালতি দুধে চোনা পড়ার মতো মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় কিছুটা হলেও চাপে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের রান ছ’উইকেটে ৩২৯। ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান সাহা (১৩) এবং হার্দিক পাণ্ডিয়া (১)। বৃষ্টির ভ্রুকূটি থাকা সত্ত্বেও এদিন পুরো ৯০ ওভার খেলা হয়েছে।

[অনামী রেনবোকে উড়িয়ে সিএফএল অভিযান শুরু করল ইস্টবেঙ্গল]

পাল্লেকেলেতে টেস্ট জিতলে ইতিহাস গড়তে পারে ভারতীয় দল। শ্রীলঙ্কার মাটিতে এই প্রথমবার ভারতীয় দল সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে। এর আগে ২০০৩-০৪ মরশুমে অস্ট্রেলিয়া প্রথমবার শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল। সেই ইতিহাস স্পর্শ করার সামনে দাঁড়িয়ে বিরাটবাহিনী। শুরুটাও সেভাবেই হয়েছিল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। এদিন ভারতীয় দলের ব্যাটিংকে দু’টি পর্বে ভাগ করা যেতে পারে। প্রথমার্ধে যদি হয় দুই ওপেনার লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ানের, তাহলে দ্বিতীয়ার্ধে অবশ্যই টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের নিজেদের উইকেট ছুড়ে দিয়ে আসা।

20839744_1443615492390382_939730569_o

এদিনও দুই ওপেনার রাহুল এবং ধাওয়ান ভারতের ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন। প্রথম উইকেটে দু’জনে যোগ করেন ১৮৮ রান। তবে অল্পের জন্য নিজের শতরান মাঠে ফেলে আসেন লোকেশ রাহুল। আউট হন ৮৫ রানে। তবে এদিনও অর্ধ-শতরান করে নতুন রেকর্ড গড়লেন তিনি। এই নিয়ে টানা সাতটি টেস্ট ম্যাচে অর্ধ-শতরান করে ফেললেন রাহুল। তবে আরেক ওপেনার ভারতীয় দলের ‘গব্বর’ কিন্তু শতরান করেন। ধাওয়ানের সংগ্রহ ১১৯ রান। তবে দুই ওপেনার ফিরে যাওয়ার পরই খেলায় ফেরে শ্রীলঙ্কা। এদিন ব্যর্থ হন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (৮) এবং অজিঙ্ক রাহানে (১৭)। তবে অধিনায়ক বিরাট কোহলি(৪২) এবং রবিচন্দ্রন অশ্বিন (৩১) শুরুটা ভাল করলেও, সেটিকে বড় রানে পরিণত করতে পারেনি। চা-পানের বিরতির পরই একের পর এক ভারতীয় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরেন। দিনের শেষে ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান এবং হার্দিক। শ্রীলঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল পুষ্পাকুমারা। তিনি ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।

20813192_1443615485723716_2001388735_o

 

এদিকে, ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে ধাওয়ান জানালেন, উইকেট কিছুটা হলেও স্লো। শ্রীলঙ্কার চায়নাম্যান বোলারকে খেলতে বেশ কয়েকবার সমস্যায়ও পড়েছেন তিনি। এর পাশাপাশিই নিজের ওপেনিং পার্টনার কে এল রাহুলকেও দরাজ সার্টিফিকেট দিলেন তিনি। ধাওয়ানের কথায়, ‘এই উইকেটে ৪০০ রান করতে পারলে আমরা খুশিই হব। পিচ খুব স্লো। নীচের দিকেও বেশ কয়েকজন এমন খেলোয়াড় আছে, যারা দলের রান ৪০০-র গণ্ডি পেরোতে সাহায্য করবে।’ এর সঙ্গেই তিনি জানান, ‘শ্রীলঙ্কান বোলাররা এদিন দুর্দান্ত বল করেছেন। আমরাও শট খেলতে গিয়েই মূলত আউট হয়েছি।’

দেখুন ভিডিও-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement