Advertisement
Advertisement
Kalinga Super Cup

দলে যোগ দিয়ে আপাতত রিহ্যাব করবেন সবুজ-মেরুন তারকা আনোয়ার

কবে মাঠে নামবেন আনোয়ার আলি?

Kalinga Super Cup: Mohun Bagan star defender Anwar Ali join in the practice। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 8, 2024 11:52 am
  • Updated:January 8, 2024 11:52 am  

স্টাফ রিপোর্টার: রবিবার মোহনবাগান (Mohun Bagan) অনুশীলনে যোগ দিলেন আনোয়ার আলি (Anwar Ali)। মঙ্গলবার তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে কলকাতা আসতে পারেননি সবুজ-মেরুনের এই ডিফেন্ডার। অবশেষে শনিবার রাতে কলকাতা পৌঁছন তিনি। রবিবার দলে যোগ দিলেও রিহ্যাব করেন তিনি। এদিন দীর্ঘক্ষণ জিমে সময় কাটান। আপাতত দলের সঙ্গে রিহ্যাবই করবেন আনোয়ার। অন্যদিকে সোমবার সকালে যুবভারতীর মাঠে অনুশীলন সেরে ভুবনেশ্বর সুপার কাপ (Kalinga Super Cup) খেলতে উড়ে গেল মোহনবাগান।

মঙ্গলবার সুপার কাপের প্রথম ম্যাচে জেসন কামিংসরা মুখোমুখি হবেন শ্রীনিধি ডেকানের। তার আগে মোহনবাগান ম্যানেজমেন্টের চিন্তা বাড়ছে চোট-আঘাত নিয়ে। কার্যত মিনি হাসপাতালে পরিণত দলে চোটের তালিকায় নতুন সংযোজন লালরিনলিয়ানা হামতে। শনিবার তিনি চোট পেয়েছেন। তার উপর সাতজন ফুটবলার রয়েছেন জাতীয় দলে। ফলে সুপার কাপে একঝাঁক তরুণ ফুটবলারকে খেলাতে পারেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

Advertisement

[আরও পড়ুন: বড় ধাক্কা খেল রোহিতের টিম ইন্ডিয়া, স্টোকসদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই তারকা পেসার]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anwar ali (@anwarali_04)

সুপার কাপের আগে এই অল্প সময়ে নতুন ফর্মেশন গোছাতেই হিমশিম খাচ্ছেন তিনি। তার উপর পেত্রোতাস ফর্মে থাকলেও কামিংস এখনও পর্যন্ত প্রত্যাশা পূরণে ব্যর্থ। আপাতত যা পরিস্থিতি তাতে কামিংসকে এই সুপার কাপে নিজের নামের প্রতি সুবিচার করতেই হবে।

এখনও পর্যন্ত দলের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) ভারতে পা রাখতে পারেননি। তাঁর আসতে আরও কয়েকদিন লাগবে। এমন অবস্থায় ক্লিফোর্ডকে নতুন দল সাজাতে বিদেশিদের পাশাপাশি তরুণ ফুটবলারদের উপর ভরসা রাখতে হবে। স্পেন থেকেই ক্লিফোর্ডকে পরামর্শ দিচ্ছেন হাবাস। সেই পরামর্শ মতোই কলকাতায় দল সাজাচ্ছেন ক্লিফোর্ড।

এদিকে অনূর্ধ্ব-১৭ এলিট ইউথ লিগের ম্যাচে স্পোর্টস ওড়িশাকে ২-০ গোলে হারাল মোহনবাগানের ছোটরা। গোল করেন দেব মাল ও সুরজ সোরেন। জিতলেও দলের খেলায় সন্তুষ্ট নন কোচ বাস্তব রায়। মঙ্গলবার লিগের ফিরতি ডার্বিতে নামার আগে ভুলত্রুটি শুধরে নেওয়াই লক্ষ্য তাঁর।

[আরও পড়ুন: বিরাট-রোহিতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে? সৌরভের বড় মন্তব্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement