Advertisement
Advertisement

Breaking News

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হকি বিশ্বকাপের শেষ আটে ভারতীয় জুনিয়ররা

১৫ ডিসেম্বর শেষ আটে ভারত খেলবে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে৷

Junior Hockey World Cup: India Beat South Africa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 12, 2016 8:59 pm
  • Updated:December 12, 2016 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রতিরোধ্য জুনিয়র মেন ইন ব্লু৷ সোমবার দক্ষিণ আফ্রিকাকে মাটি ধরিয়ে গ্রুপ শীর্ষে থেকে জুনিয়র হকি বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল ভারত৷ কানাডা এবং ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে পরাস্ত করলেন মনদীপ সিংরা৷

খেলার শুরুতেই অধিনায়ক হরজিতের গোলে এগিয়ে যায় ভারতীয় জুনিয়র দল৷ পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে প্রথমার্ধেই সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা৷ গোল করেন কেইল লায়ন৷ দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ান হরজিৎরা৷ ফলে দক্ষিণ আফ্রিকার ডিফেন্স ভাঙতে খুব বেশি সমস্যা হল না দলের৷ মনদীপের ব্যাক ফ্লিকে জয় নিশ্চিত করে ফেলে ভারত৷ দলের শক্তিশালী রক্ষণ আর ভাঙতে পারেনি প্রতিপক্ষ৷ ৯ পয়েন্ট নিয়ে পুল ডি-এর শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারতীয় দল৷ ১৫ ডিসেম্বর শেষ আটে ভারত খেলবে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement