Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

কোহলিকে জড়িয়ে ধরে কাঁদলেন ক্যারিবিয়ান উইকেট কিপারের মা, পোর্ট অফ স্পেনে আবেগপ্রবণ ছবি

ক্যারিবিয়ান উইকেটকিপারের প্রেরণা স্বয়ং কোহলি।

Joshua Da Silva's mother met Virat Kohli । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 22, 2023 11:53 am
  • Updated:July 22, 2023 11:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ উইকেট কিপার জোশুয়া দ্য সিলভার (Joshua Da Silva) মা ছুটে এসেছেন বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং দেখতে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে দারুণ এক দৃশ্য দেখা গেল পোর্ট অব স্পেনে।

জোশুয়া দ্য সিলভা আগেই কোহলিকে জানিয়েছিলেন, তিনি চান বিরাট যেন সেঞ্চুরি করেন। যা শোনার পরে কোহলিকে হাসতে হাসতে বলতে শোনা যায়, ”তুমি দেখছি আমার শতরান নিয়ে আচ্ছন্ন রয়েছো।” ভারতের তারকা ব্যাটসম্যানকে জোশুয়া আরও বলেন, ”আমার মা জানিয়েছেন, বিরাট কোহলির খেলা দেখতে মাঠে আসবেন।”

Advertisement

[আরও পড়ুন: বেন্ড ইট লাইক মেসি, অভিষেক ম্যাচে গোল করলেন, মায়ামিকে জেতালেন এলএম ১০, দেখুন ভিডিও]

 

ছেলেকে দেওয়া কথা রেখেছেন জোশুয়ার মা-ও। দ্বিতীয় দিনে জোশুয়ার মা কোহলির খেলা দেখেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে টিম বাস থেকে নামছেন কোহলি। এক মহিলা জড়িয়ে ধরছেন কোহলিকে। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন কোহলি। তিনিই জোশুয়ার মা। আবেগপ্রবণ হয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজ উইকেট রক্ষকের মা।

কোহলি দ্বিতীয় দিন সেঞ্চুরি হাঁকান। স্যর ডনের রেকর্ড ছোঁন। দেশের জার্সিতে মোট ৭৬টি সেঞ্চুরির মালিক এখন কোহলি। তবে শুধু স্যর ডনকেই নয়, শচীন তেণ্ডুলকরের রেকর্ডও স্পর্শ করলেন তিনি। শচীন, রাহুল দ্রাবিড় এবং মহেন্দ্র সিং ধোনির পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ৫০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক।

[আরও পড়ুন: গভীর রাতে শহরে পা রাখলেন মোহনবাগানের স্বপ্নের ফেরিওয়ালা কামিন্স, এলেন পোগবাও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement