Advertisement
Advertisement

বিশ্বরেকর্ড করে সোনা জিতলেন প্যারালিম্পিয়ান দেবেন্দ্র

রিও'র মাটিতে তাঁর দৌলতে আরও একবার উড়ল দেশের তেরঙ্গা৷

Javelin thrower Devendra Jhajharia wins gold at Rio Paralympics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 10:08 am
  • Updated:September 14, 2016 10:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওয় সোনার লাফ দিয়েছিলেন থাঙ্গাভেলু৷ এবার জ্যাভলিন থ্রোয়ে দেশকে সোনার সম্মান এনে দিলেন আরও এক ভারতীয় অ্যাথলিট৷ জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝরিয়ার হাত ধরে প্যারালিম্পিকে সাফল্যের ধারা জারি রাখল ভারত৷

csspfd2wiaanhbgমাত্র আট বছর বয়সে ইলেকট্রিক শকে বিকল হয়ে যায় তাঁর বাঁ হাত৷ চিকিৎসকরা সেটি বাদ দেওয়ারই পরামর্শ দেন৷ তখন থেকে একটা হাতই সম্বল৷ আর সম্বল বলতে ছিল স্বপ্ন ও অদম্য মনের জোর৷ আচমকা জীবনে প্রতিবন্ধকতা নেমে এলেও লক্ষ্যভ্রষ্ট হননি৷ এর আগেও বহু সাফল্যে নিজেকে প্রমাণ করেছেন তিনি৷ ২০০৪ সালের এথেন্স প্যারালিম্পিকে জিতেছিলেন সোনা৷ ৬২.১৫ মিটার থ্রো করে সেবার এসেছিল সেরার স্বীকৃতি৷ তৈরি হয়েছিল বিশ্বরেকর্ডও৷ এবার নিজের গড়া বিশ্বরেকর্ডকেও ভেঙেছেন তিনি৷ ৬৩.৯৭ মিটার থ্রো করে রিওতে সোনা জিতলেন দেবেন্দ্র৷

Advertisement

এই মুহূর্তে  বিশ্বে জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে তিনি আছেন তিন নম্বরে৷ এর আগে পেয়েছেন অর্জুন অ্যাওয়ার্ড৷ প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে পেয়েছেন পদ্মশ্রীও৷ দেশ তাঁকে যে সম্মান দিয়েছে, তিনিও যেন তা ফিরিয়ে দিলেন সমস্ত দেশবাসীকে৷ রিও-র মাটিতে তাঁর দৌলতে আরও একবার উড়ল দেশের তেরঙ্গা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement