Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

‘বাচ্চারাও সহজে খেলে দিচ্ছে ওর বল’, বুমরাহর বোলিংয়ের গতি নিয়ে প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের

দেখে নিন বুমরাহর বোলিং। রইল ভিডিও।

Jasprit Bumrah is bowling full tilt in the nets at the National Cricket Academy । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 31, 2023 7:18 pm
  • Updated:August 1, 2023 8:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোলিং শুরু করেছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেই ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায়। বুমরাহর বোলিং দেখে চর্চা হল সোশ্যাল মিডিয়ায়। তাঁর বলের গতি নিয়েও প্রশ্ন উঠল।

গত কয়েকমাস ধরে বুমরাহর চোট এবং প্রত্যাবর্তন নিয়ে জোর আলোচনা চলছে। বিশ্বকাপে রোহিত শর্মার প্রধান অস্ত্র হতে চলেছেন বুমরাহই। এশিয়া কাপের আগে আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন তিনি। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপেও দেখা যাবে তাঁকে।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার মুম্বইয়ের কয়েকজন তরুণ ব্যাটসম্যানকে বল করেছেন বুমরাহ। তাঁর সেই বোলিংয়ের ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেঙ্গালুরুর আলুরে মুম্বইয়ের ব্যাটারদের ১০ ওভার বল করেন বুমরাহ। ম্যাচ পরিস্থিতি তৈরি করে দুই দফায় বল করেন বুমরাহ। মুম্বইয়ের ওপেনার অঙ্গকৃষকে আউট করেন ভারতের পেসার। 

প্রত্যাবর্তনের লড়াই শুরু করেছেন বুমরাহ। কিন্তু ভারতীয় পেসারের বোলিং দেখার পরে বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী বুমরাহর বোলিং নিয়ে প্রশ্ন তুলেছেন। 

 

গত বছরের সেপ্টেম্বরে শেষ বারের মতো খেলেছেন বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল, অস্ট্রেলিয়ার ভারত সফর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামেননি তিনি। একটু একটু করে চেষ্টা করছেন বুমরাহ। তাঁর বোলিং দেখার পরে এক ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”অল্পবয়সি ক্রিকেটাররা বুমরাহর প্রতিটি বল খুব সহজে খেলে দিচ্ছে। এদিকে বিশ্বকাপে বুমরাহ আমাদের সেরা বোলার।” আরেক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ”রিটায়ারমেন্টের জন্য ওকে বলো ভাই।” 

 

উল্লেখ্য, বিসিসিআই-এর সচিব জয় শাহ আগেই নিশ্চিত করেছেন, আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য আয়ারল্যান্ডে যাবেন বুমরাহ। আগস্টের ১৮, ২০ এবং ২৩ তারিখ ভারত-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলো হবে।

 

[আরও পড়ুন: জয়ের ধারা অব্যাহত, উয়াড়িকে পাঁচ গোল দিল ইস্টবেঙ্গল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement