Advertisement
Advertisement

Breaking News

মোহনবাগানে সইয়ের আগে বিস্ফোরণ কামিংসের, হ্যাটট্রিক এ লিগের গ্র্যান্ড ফাইনালে

প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দু'টি গোল করেন কামিংস।

Jason Cummings scored hattrick before come to Mohun Bagan । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 3, 2023 5:33 pm
  • Updated:June 3, 2023 6:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য দারুণ খবর। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস (Jason Cummings) এ লিগের গ্র্যান্ড ফাইনালে হ্যাটট্রিক করলেন। তাঁর দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ৬-১ গোলে বিধ্বস্ত করল মেলবোর্ন সিটি এফসি-কে।
জেসন কামিংসের মোহনবাগান জার্সি পরা এখন কেবল সময়ের অপেক্ষা। খুব দ্রুতই হয়তো মোহনবাগান তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দেবে। তবে তার আগে শনিবারের গ্র্যান্ড ফাইনালে জেসন কামিংস জ্বলে উঠলেন। খেলার ২০ মিনিটে প্রথম গোল করেন তিনি। তার পরে খেলা যত গড়াল, কামিংস আরও জ্বলে উঠলেন।

বিরতির সময়ে কামিংসের দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এগিয়েছিল ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে কামিংসের জাদুতে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স মেলবোর্ন সিটি এফসির হাতের বাইরে নিয়ে গেল। ম্যাচের ৬৫ এবং ৭৩ মিনিটে পেনাল্টি থেকে আরও দু’টি গোল করেন জেসন কামিংস।  

Advertisement

[আরও পড়ুন: গিল, কোহলি বা রোহিত নন, ভারতকে জিততে হলে ভাল খেলতে হবে এই তারকাকে, বললেন পন্টিং]

এ লিগের ক্লাব থেকে মোহনবাগানে আসছেন কামিংস, বিদেশের পত্রপত্রিকায় তাঁর ট্রান্সফার নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। শনিবার তাঁর প্রথম গোলের পরে ধারাভাষ্যকাররাও কামিংসের সম্ভাব্য ট্রান্সফার সম্পর্কে বলেন, হয়তো ভারতে খেলতে যাবে কামিংস কিন্তু তার আগে মেরিনার্সের হয়ে ওর কিছু কাজ বাকি আছে।

দিনের শেষে কামিংস তাঁর কাজ করেন। হাফ ডজন গোলের মধ্যে তিনটিই তাঁর। তাঁর নামের পাশে লেখা হ্যাটট্রিক। ধারাভাষ্যকাররা বলছিলেন, নিঃসন্দেহে এই রাত স্মরণীয় হয়ে থাকবে কামিংসের কাছে। ভারতের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাবে খেলতে যাবেন কামিংস। যে ক্লাব এই মুহূর্তে আইএসএল চ্যাম্পিয়ন। 

দিন কয়েক আগে তাঁর দাদা ডিন কামিংস সংবাদ প্রতিদিন ডিজিটালকে বলেছিলেন, মোহনবাগানের হয়ে এবার প্রচুর গোল করবে জেসন। মোহনবাগান সমর্থকদের আশ্বস্ত করেছিলেন জেসন কামিংসের দাদা ডিন। সেই ইঙ্গিত এদিনই পাওয়া গেল। জেসন কামিংস ম্যাজিক দেখালেন। 

[আরও পড়ুন: এশিয়া কাপ ‘হাতছাড়া’য় ক্ষুব্ধ পাকিস্তান, খারিজ করল শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের প্রস্তাব]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement