Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan Jason Cummins

গভীর রাতে শহরে পা রাখলেন মোহনবাগানের স্বপ্নের ফেরিওয়ালা কামিন্স, এলেন পোগবাও

কামিন্সকে স্বাগত জানানোর জন্য গভীর রাতে মোহনবাগান সমর্থকদের ঢল নামে বিমানবন্দরে।

Jason Cummings and Florentin Pogba arrive in Mohun Bagan । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 22, 2023 9:28 am
  • Updated:July 22, 2023 9:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহর কলকাতায় এসে গেলেন মোহনবাগানের (Mohun Bagan) ‘স্বপ্নের ফেরিওয়ালা’ জেসন কামিন্স (Jason Cummins)। কাতার বিশ্বকাপ খেলে, এ লিগে গোলের ফুলঝুরি ছুটিয়ে মোহনবাগান সমর্থকদের মন জিতে নিতে চলে এসেছেন তিনি। শুক্রবার রাত তিনটেয় কলকাতা বিমানবন্দরে পা রাখেন কামিন্স। তাঁকে স্বাগত জানানোর জন্য গভীর রাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। তাঁদের উৎসাহ-উদ্দীপনা-স্লোগান শুনে কামিন্স বুঝে গেলেন মাঠে নামলে এই সমর্থকদের শব্দব্রহ্মই তাঁকে উদ্দীপ্ত করবে।

সবুজ-মেরুনের সঙ্গে তিন বছরের চুক্তি কামিন্সের। এ লিগের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন করেছেন তাঁর দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে। অস্ট্রেলিয়ার এই ক্লাবের জার্সিতে গত মরশুমে ৪৯ ম্যাচে করেছেন ৩০ গোল। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিন ম্যাচে এক গোল করেছেন কামিন্স। স্কটিশ কাপে পরপর তিনটি তিনটি মরশুমে ২০টিরও বেশি গোল করে টানা তিনবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার দুর্লভ রেকর্ড রয়েছে কামিন্সের।

Advertisement

[আরও পড়ুন: ক্যারিবিয়ান টেস্টের দ্বিতীয় দিন একগুচ্ছ রেকর্ড কোহলির, ৩৫২ রানে এগিয়ে ভারত]

 

ইপিএলের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট, রেঞ্জার্সের মতো ক্লাবে খেলেছেন। পেশাদার ফুটবলে কামিন্সের ১৫০টির বেশি গোল রয়েছে। কামিন্সের দিকে তাকিয়ে মোহনবাগান। এদিকে কামিন্সের সঙ্গে সঙ্গে কলকাতা চলে এলেন ফ্লোরেন্টিন পোগাবাও।

গত মরশুমে তাঁকে সই করানো হলেও চোটের জন্য বেশি ম্যাচ খেলতে পারেননি। অস্ত্রোপচার হয় তাঁর। কামিন্সের সঙ্গে সঙ্গে একই দিনে ফুটবলের মক্কায় পা রাখলেন ফ্লোরেন্টিন পোগবা।

[আরও পড়ুন: ৫১ রানে বাংলাদেশ এ দলকে হারালেন যশ ধুলরা, এমার্জিং কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement