সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েকমাস আগেই ডোপ কেলেঙ্কারিতে জড়ায় তাঁর নাম। নিষিদ্ধ ওষুধ ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছিলেন। তবুও খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল টেনিসের আন্তর্জাতিক সংস্থা। ডোপ করেও কেন বিশেষ সুবিধা পেলেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রতিদ্বন্দ্বী টেনিস তারকারা। তবে শেষ পর্যন্ত সমস্ত বাধাবিপত্তি আর সমালোচনাকে জোরালো ফোরহ্যান্ড মেরে উড়িয়ে দিলেন জ্যানিক সিনার। কেরিয়ারে প্রথমবার যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হলেন বিশ্বের একনম্বর টেনিস তারকা। চলতি বছরে এটা তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম।
গত মার্চে দুবার নিষিদ্ধ ওষুধ ব্যবহারের অভিযোগ ওঠে সিনারের বিরুদ্ধে। যদিও দোষী সাব্যস্ত হওয়ার পরে ইটালিয় তারকা বলেন, না জেনেই এমনটা করে ফেলেছেন। ফিজিওথেরাপিস্টের ভুলেই তাঁর শরীরে ঢুকেছে নিষিদ্ধ ওষুধ। সমস্ত ঘটনার পরে অবশ্য সিনারকে খেলা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেয় টেনিস কর্তৃপক্ষ। সেসময়ে টেনিস খেলোয়াড়দের অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন সিনার। অজান্তে এমনটা ঘটলেও তাঁর শাস্তি পাওয়া উচিত। লাগাতার সমালোচনার তিরে বিদ্ধ হয়েছিলেন তিনি।
বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্র ওপেন খেলতে নামেন সিনার। প্রথম রাউন্ড থেকেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন ইটালির তারকা। অঘটনের যুক্তরাষ্ট্র ওপেন থেকে আগেই বিদায় নিয়েছিলেন নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজের মতো হেভিওয়েটরা। তাই চ্যাম্পিয়ন হওয়ার পথটাও খানিকটা সহজ হয়ে গিয়েছিল সিনারের কাছে। তবে ফাইনালে তিনি একপেশেভাবে হারালেন টেলর ফ্রিটজকে। স্ট্রেট সেটে জিতে নিলেন খেতাবি লড়াই। ২ ঘণ্টা ১৬ মিনিটের ম্যাচ জিতলেন ৬-৩, ৬-৪, ৭-৫ ফলে।
চলতি বছরেই অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন। এবার তাঁর ঝুলিতে যুক্তরাষ্ট্র ওপেনও। তবে বিতর্ককে পিছনে ফেলে গ্র্যান্ড স্ল্যাম জিততে পেরে অভিভূত বিশ্বের একনম্বর টেনিস তারকা। ট্রফি জয়ের পরে জানালেন, কঠিন সময়ে তাঁর পাশে ছিল তাঁর টিম। তাদের সাহায্য নিয়েই ফের গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন। গত দুবার এই টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছিল সিনারকে। তবে এবার ট্রফি জিতে নিজের টিমকেই যাবতীয় কৃতিত্ব দিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.