এটিকে- ০
নর্থইস্ট ইউনাইটেড- ১ (রাওলিন বোর্জেস)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হার। গত মরশুমের মতোই এই মরশুমেও আইএসএলের শুরুটা বিশ্রী হল এটিকের। প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে বিশ্রী হারের পর দ্বিতীয় ম্যাচেও পরাস্ত হতে হল দু’বারের চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে আপাতত লিগ টেবিলের তলানিতে কলকাতার দল। ম্যাচের এক্কেবারে শেষ মুহূর্তে গোল করে নর্থইস্টকে জয় এনে দিলেন রাওলিন বোর্জেস।
.@ManuLanzarote‘s swerving free kick seemed destined for the top corner but @Rehenesh13 parries the ball away.
Watch it LIVE on @hotstartweets: https://t.co/woq64OHDrx
JioTV users can watch it LIVE on the app.#ISLMoments #KOLNEU #LetsFootball #FanBannaPadega pic.twitter.com/VNLlIrUrDf
— Indian Super League (@IndSuperLeague) October 4, 2018
Sena Ralte’s lunging tackle on Nikhil Kadam earns him a second yellow, and the first red card of #HeroISL 2018-19 comes out.
Watch it LIVE on @hotstartweets: https://t.co/woq64OHDrx
JioTV users can watch it LIVE on the app.#ISLMoments #KOLNEU #LetsFootball #FanBannaPadega pic.twitter.com/Vzed5FWxtf
— Indian Super League (@IndSuperLeague) October 4, 2018
89′ GOALLLLL! Right at the death, Borges heads @NEUtdFC into the lead!
KOL 0-1 NEU#HeroISL #LetsFootball #KOLNEU #FanBannaPadega pic.twitter.com/MekX9Cm1Fo
— Indian Super League (@IndSuperLeague) October 4, 2018
ছন্নছাড়া, ছন্দহীন, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মরশুমের দ্বিতীয় ম্যাচে যে ফুটবল উপহার দিল এটিকে, তাঁকে এককথায় জঘন্য বললেও ভুল বলা হবে না। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে তিন পয়েন্টকেই পাখির চোখ করেছিলেন কোচ স্টিভ কপেল। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়েও দিয়েছিলেন। ইঙ্গিত দিয়েছিলেন দলে পরিবর্তনেরও। কিন্তু এদিন ম্যাচে তেমন কিছুই হল না।
দলে যেমন পরিবর্তন হল না তেমন এটিকের খেলাতেও প্রথমার্ধে খুব একটা পরিবর্তন দেখা গেল না। প্রথম ম্যাচের মতোই বিশ্রী ফুটবল খেলল লাল-সাদা ব্রিগেড। আক্রমণ তো সেভাবে দানা বাঁধলই না উলটে একাধিক গোল করার সুযোগও পেয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। গোল রক্ষক অরিন্দমের দক্ষতায় তা অবশ্য শেষ পর্যন্ত সম্ভব হয়নি। প্রথমার্ধে গোদের উপর বিষফোড়া হয়ে দাঁড়ায় সেনা রালতের লাল কার্ড। ম্যাচের ৩২ মিনিটে নিখিল কদমকে ফাউল করে লালকার্ড দেখেন সেনা রালতে। দশ জনে নেমে গিয়ে আরও চাপে পড়ে যায় আমার তোমার কলকাতা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য ১০ জন নিয়েও প্রথমার্ধের তুলনায় অনেকটা সংঘবদ্ধ দেখালো এটিকেকে। রক্ষণ আরও জমাট ছিল দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি লাল-সাদা ব্রিগেড। একটা সময় মনে হচ্ছিল দশ জন নিয়েও ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়েই ফিরবে এটিকে। কোচ কপেলের সেই স্বপ্ন চুরমার হয়ে গেল ম্যাচের এক্কেবারে শেষ মুহূর্তে এসে। ম্যাচের ৯০তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডারে গোল করে নর্থইস্টকে জয় এনে দেন জাতীয় দলের স্ট্রাইকার রাওলিন বোর্জেস। তবে, হারলেও এটিকের আশার কথা দুই ডিফেন্ডার ডিপেন্ডার গার্সেন ভিয়েরা এবং জন জনসনের রক্ষণ। দ্বিতীয় ম্যাচেও পরাস্ত হওয়ায় পয়েন্ট টেবিলের সেই তলানিতেই থাকতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.