Advertisement
Advertisement

Breaking News

কেরলের দুর্বলতা কাজে লাগাতে চায় এটিকে

তবে সমস্যা হল কেরলের যে মাঠে খালে, সেখানে অনুশীলনের অনুমতি পায়নি এটিকে৷

ISL3: Atletico de Kolkata vs Kerala Blasters preview
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 1:15 pm
  • Updated:August 21, 2020 9:42 pm  

স্টাফ রিপোর্টার: প্রথম ম্যাচে ঘরের মাঠে ড্র করার পর এবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাচ্ছেন পোস্তিগারা৷ এদিন তাই টিম মিটিংয়ে ফুটবলারদের বারবার করে কোচ মলিনা বলেছেন, প্রথমার্ধেই যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিতে৷ নাহলে পরে চাপে পড়ে যাবে দল৷ কেন না, বুধবার অ্যাটলেটিকো ডি কলকাতার প্রতিপক্ষ শুধু কেরালা ব্লাস্টার্স নয়৷ কোচির স্টেডিয়াম ভর্তি দর্শকও৷

আইএসএলের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স হেরেছে নর্থ ইস্টের বিরুদ্ধে৷ এদিকে চেন্নাইয়ের কাছে আটকে গিয়েছে এটিকে৷ কেরল ঘরের মাঠে প্রথম নামছে৷ প্রতিপক্ষ নিয়ে যাবতীয় হোম ওয়ার্ক সেড়ে ফেলেছেন মলিনা৷ জানিয়েছেন, প্রথম ম্যাচে যে স্টাইলে দল খেলেছে, কেরলের বিরুদ্ধেও সেই স্টাইলেই খেলাবেন৷

Advertisement

কিন্তু বিপক্ষর পঞ্চাশ হাজার দর্শকের চিৎকার কীভাবে সামলাবেন? এবার হেসে ফেলেন এটিকে কোচ৷ “দর্শক ঠাসা স্টেডিয়ামে খেলতেই তো আসল মজা৷ প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে আর পয়েন্ট নষ্ট করতে চাইছি না৷” বলে দেন মলিনা৷

তবে সমস্যা হল কেরলের যে মাঠে খালে, সেখানে অনুশীলনের অনুমতি পায়নি এটিকে৷ তাই অন্য মাঠে প্র্যাকটিস করতে হয়েছে৷ চেন্নাইয়িনের বিরুদ্ধে এটিকে-কে বেশ কিছুটা আগোছালো দেখিয়েছে৷ তাহলে কী দেরিতে অনেক ফুটবলার যোগ দেওয়াটাও সমস্যা হয়েছে? মলিনা এই ব্যাপারটা মেনে নিলেও, মাঠ সমস্যার মতো ফুটবলারদের বোঝাপড়ার অভাবের ব্যাপারটা অজুহাত হিসাবে ব্যাখ্যা করলেন৷ স্প্যানিশ কোচের কথায়, “টুর্নামেন্টের আগে শেষ দশ বারোদিন সবাই একসঙ্গে অনুশীলন করতে পারলে রেজাল্ট আরও ভাল হওয়ার সম্ভাবনা ছিল৷ তবে যারা সেই সময়টা ছিল না, তারা প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়ে দলের সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ অর্ণব সহ অনেকেই শেষ ম্যাচে খেলেছে৷ আমি নিশ্চিত ওরা আসন্ন ম্যাচগুলিতে আরও ভাল রেজাল্ট করবে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement