Advertisement
Advertisement

Breaking News

আইএসএল-এ দল কিনছেন কিং খান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে আগামী বছর শাহরুখ খানের দলকে খেলতে দেখা যেতে পারে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)!আরও পড়ুন:‘অশ্বিনই সেরা’, ‘শত্রু’র বিদায়বেলায় আবেগঘন কামিন্স, তারকা স্পিনারকে বিশেষ উপহার অজিদেরকুঁচকিতে চোট, মেলবোর্ন টেস্টে অনিশ্চিত ভারতের ‘ত্রাস’ ট্র্যাভিস হেড? Advertisement আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলার ফুটবল তাঁর অত্যন্ত প্রিয়৷ তাই […]

ISL: Shah Rukh Khan set for foray into Indian football
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2016 2:21 pm
  • Updated:July 7, 2016 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে আগামী বছর শাহরুখ খানের দলকে খেলতে দেখা যেতে পারে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)!

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলার ফুটবল তাঁর অত্যন্ত প্রিয়৷ তাই তিনি যদি কখনও কোনও ফুটবল ফ্র্যাঞ্চাইজি কেনেন, তাহলে তা অবশ্যই হবে কলকাতা ভিত্তিক৷ কিন্তু আইএসএল-এ তো অ্যাটলেটিকো ডি কলকাতা রয়েছেই৷ টুর্নামেন্টের প্রথম মরশুমেই চ্যাম্পিয়নও হয়েছিল তারা৷ তাহলে কীভাবে কলকাতার দল কিনবেন কিং খান? তবে কি এটিকে উঠে যাবে? না৷ এমন কিছুই হবে না৷ যে দল যেমন ছিল তেমনই থাকবে৷ আসলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০১৭ সাল থেকে আরও দু’টি নতুন দলকে টুর্নামেন্টের অন্তর্ভুক্ত করা হবে৷ অর্থাৎ ভারতের এই জনপ্রিয় ফুটবল লিগে খেলবে মোট দশটি দল৷ যার একটি হতে পারে বেঙ্গালুরুর কোনও দল ও অন্য ফ্র্যাঞ্চাইজি হবে কলকাতার৷

Advertisement

২০১৪ সালে আইএসএল-এর প্রথম মরশুমেই কলকাতার দল কেনার ইচ্ছা ছিল বলিউড বাদশার৷ কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দলটির সহ-কর্ণধার হয়ে যাওয়ায় শাহরুখের ইচ্ছেপূরণ হয়নি৷ ২০১২-তে গোয়ার দল ডেম্পো শাহরুখের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চেয়েছিল৷ ডেম্পো চেয়ারম্যান শ্রীনিবাস ডেম্পো এ নিয়ে শাহরুখের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকেও বসেছিলেন৷ কিন্তু অভিনেতাকে রাজি করাতে পারেননি৷ ফের কলকাতার ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ কিং খানের সামনে৷ এবার কি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন তিনি? মনে হয় না৷ ফুটবলমহলের অন্তত এমনটাই ধারণা৷ সূত্রের খবর, ইস্টবেঙ্গলের মতো শহরের অন্যতম বড় ক্লাব আইএসএল-এ কলকাতার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি হতে পারে৷ প্রসঙ্গত, শাহরুখ খানকে ইতিমধ্যেই ক্লাবের আজীবন সদস্য করেছে লাল-হলুদ৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement