সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার যুবভারতীতে অনিশ্চিত হয়ে পড়ল ইন্ডিয়ান সুপার লিগের এটিকে বনাম গোয়ার ম্যাচ। বিমান বিভ্রাটে পড়েছেন গোয়ার ফুটবলাররা।
বুধবার সকালে গোয়া বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় নৌসেনার একটি যুদ্ধবিমান। বিমানবন্দর থেকে উড়ান ভরার সময় দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার মিগ-২৯ বিমান। অল্পের জন্য প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছেন চালক। রানওয়ে থেকে নেমে যায় মিগ বিমানটি। মুহূর্তে আগুন ধরে যায় সেটিতে। বিপদ বুঝে সময় থাকতেই জ্বলন্ত বিমানটি থেকে বেরিয়ে আসেন পাইলট। যার জন্য বিমানবন্দরের সমস্ত বিমানের ওঠানামা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও নৌসেনার উদ্ধারকারী দল। বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে খবর। আর তার ফলেই গোয়ায় আটকে গিয়েছে গোয়ার দল। বিমান বিভ্রাটের জেরে কলকাতায় আসতে পারছেন না ফুটবলাররা। কখন বিমান ছাড়বে, এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। অথচ বুধবার সন্ধে ৮টা থেকে যুবভারতীতে শেরিংহামের ছেলেদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে গোয়ার।
ম্যাচের জন্য মঙ্গলবারই কলকাতা পৌঁছে যাওয়ার কথা ছিল গোয়া দলের। সেই মতো চাটার্ড বিমানে উঠেওছিলেন ফুটবলাররা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সে বিমান ছাড়েনি। আর এদিন বায়ুসেনার বিমানের জন্য ফের সমস্যায় পড়েন তাঁরা। যা খবর, তাতে ৮টায় ম্যাচ শুরু এক প্রকার অসম্ভব। কারণ গোয়া থেকে কলকাতা আসতে প্রায় ঘণ্টা তিনেক সময় লাগবে। তারপর এসেই মাঠে নেমে পড়া ফুটবলারদের পক্ষে বেশ কঠিন হবে। নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর অন্তত ৯০ মিনিট আগে মাঠে পৌঁছতে হয় দলকে। সেক্ষেত্রে রাত ১০টা পর্যন্ত খেলা শুরু করার সুযোগ দেওয়া হবে। কিন্তু ১০টাতেও খেলা শুরু না হলে ম্যাচ স্থগিত করা হতে পারে। অর্থাৎ পুরো বিষয়টিই রীতিমতো অনিশ্চিত। অথচ ম্যাচের টিকিট বিক্রি তো হয়েই গিয়েছে, পাশাপাশি এটিকে দলও লড়াইয়ের জন্য প্রস্তুত। সবমিলিয়ে অদ্ভুত অনিশ্চয়তায় ভুগছে দুই দলই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.