Advertisement
Advertisement

কার্যত তুলে দেওয়া হচ্ছে আই লিগ

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, আইএসএল আর আই লিগকে একসঙ্গে সংযুক্তি ঘটিয়ে দেশে একটাই লিগ হবে৷ কিন্তু ঠিক কী করা উচিত, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছোনো যাচ্ছিল না৷ তাই আদপে দেখা গেল, আইএসএল তার নিজের জায়গাতেই রইল৷

ISL Avoids Collision With I-League; New Look Super Cup Introduced
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 1:10 pm
  • Updated:July 11, 2018 2:12 pm  

স্টাফ রিপোর্টার: আই লিগ আইএসএল মিলিয়ে দিয়ে দেশের একটি লিগ তো হলই না৷ উল্টে আই লিগ নামিয়ে আনার প্রস্তাব নেওয়া হল কার্যত দ্বিতীয় লিগে৷ প্রথম অবশ্যই আইএসএল৷
তৃতীয় লিগ হবে এখনকার আই লিগ টু৷ তিন লিগের বাছাই করা দলগুলিকে নিয়ে হবে নতুন প্রতিযোগিতা সুপার কাপ৷ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে নক আউট, চলবে দু’মাস ধরে৷ চ্যাম্পিয়ন দল সরাসরি খেলার সুযোগ পাবে এএফসি কাপে৷ ফেডারেশন, আইএমজিআর, আই লিগ ক্লাব এবং আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের নিয়ে এদিন মিটিং হল দিল্লিতে৷ ছিলেন চুনী গোস্বামী, বাইচুং ভুটিয়া এবং সুনীল ছেত্রীও৷ সেখানেই নেওয়া হল এই প্রস্তাবগুলি৷ ফেডারেশনের এই নতুন প্রস্তাবগুলি নিয়মে পরিণত হলে ভারতীয় ফুটবলের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্যকে মাড়িয়ে হাঁটা শুরু করবে এক নতুন রাস্তায়৷ তাতেই শঙ্কিত, আতঙ্কিত বাংলার ফুটবল মহল৷ এদিনই শোনা গেল জোরালো প্রতিবাদ৷
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, আইএসএল আর আই লিগকে একসঙ্গে সংযুক্তি ঘটিয়ে দেশে একটাই লিগ হবে৷ কিন্তু ঠিক কী করা উচিত, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছোনো যাচ্ছিল না৷ তাই আদপে দেখা গেল, আইএসএল তার নিজের জায়গাতেই রইল৷ বরং আই লিগের নাম বদলে হয়ে গেল লিগ-ওয়ান এবং দ্বিতীয় ডিভিশন হয়ে গেল লিগ-টু৷ তবে লিগ ওয়ানের দলগুলি সুপার কাপে খেলার সুযোগ পাবে আইএসএলের দলগুলির সঙ্গে৷
প্রস্তাব নেওয়া হয়েছে, নির্দিষ্ট নীলামের ভিত্তিতে পরের মরশুমে আইএসএলের দলের সংখ্যা বাড়বে৷ সামনের আইএসএল থেকে আপাতত দু’টি দলকে বাড়িয়ে মোট ১০ দলের আইএসএল করা হবে৷ আর সেদিকে নজর রেখেই তৈরি হয়েছে সুপার কাপের ফরম্যাট৷ ঠিক হয়েছে, আইএসএলের প্রথম ৮ টি দলের সঙ্গে লিগ ওয়ানের প্রথম ৪ টি দল সরাসরি সুপার কাপে খেলার সুযোগ পাবে৷ এরপর আইএসএলের শেষ দু’টি, লিগ ওয়ানের প্রথম চারটি বাদে বাকি ছ’টি দল এবং লিগ-টু’র ১০ টা দল নিয়ে হবে কোয়ালিফাইং রাউন্ড৷ সেখান থেকে আরও চারটি দল খেলার সুযোগ পাবে সুপার কাপে৷ মোট ১৬টা দল নিয়ে এপ্রিল-মে মাসে হবে সুপার কাপ৷ আইএসএলের দলগুলিকে সুপার কাপ খেলার জন্য এএফসি-র নিয়ম মেনে চারজন বিদেশি খেলাতে হবে৷ যদিও আইএসএল খেলার সময় ৬ জন বিদেশি নিয়ে খেলতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে৷ ঠিক হয়েছে, সেপ্টেম্বর থেকে আইএসএল, লিগ-ওয়ান এবং লিগ-টু একসঙ্গে শুরু হবে৷ চলবে মার্চ পর্যন্ত৷ পরের দু’মাস হবে সুপার কাপ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement