অ্যাটলেটিকো ডি কলকাতা – ১(ডাউটি) গোয়া এফসি – ১ (হোফরে)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে আটকে গিয়েছিলেন মোলিনার ছেলেরা৷ এদিন তাই যেনতেনপ্রকারেণ তিনটে পয়েন্ট ঝুলিতে ভরতে চেয়েছিল অ্যাটলেটিকো ডি কলকাতা৷ কিন্তু ইচ্ছাপূরণ হল না৷ উল্টে খালি হাতে শহরে পা রাখা গোয়া দল এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরছে৷
একঝাঁক ফুটবলারের চোট প্রথম থেকেই চিন্তায় রেখেছিল এটিকে কোচকে৷ পোস্তিগা থেকে শুরু করে টিরি, ন্যাটো সবাই চোটে জর্জরিত৷ তাই ইয়ং ব্রিগেডের উপরই ভরসা রেখেছিলেন কোচ৷ প্রথমার্ধের ৬ মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডাউটি৷ কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটল বিপত্তি৷ বিপক্ষের ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখলেন স্টিফেন পিয়ারসন৷ তবে অনেকেই বলছেন, রেড কার্ড দেখার মতো অপরাধ তিনি করেননি৷ যদিও এই অ্যাডভান্টেজ বিশেষ কাজে লাগাতে পারল না গোয়া৷ মিনিট আটেক পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন গোয়ার সঞ্জয় বালমুচু৷ দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি এটিকে৷ শুভাশিস রায় চৌধুরির কিছু দুরন্ত সেভে চলতি আইএসএল-এ চতুর্থ হার থেকে বেঁচে গেল জিকোর দল৷ এটিকের ডিফেন্স চিরতে না পারলেও এদিন পেনাল্টিই সমস্ত পার্থক্য গড়ে দিল৷ পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি এটিকেরই প্রাক্তন তারকা হোফরে গোঞ্জালেস৷ আর সেই সঙ্গে টুর্নামেন্টে খাতা খুলল গোয়া৷
এটিকে-র নতুন মাঠ রবীন্দ্র সরোবর এখনও পর্যন্ত ঘরের দলের জয় দেখার সুযোগ পেল না৷ তালিকার সবচেয়ে নিচে থাকা গোয়ার কাছে আটকে গিয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে আপাতত লিগ তালিকার তিন নম্বরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.