Advertisement
Advertisement

এটিকে’র নিয়মরক্ষার ম্যাচে বদলা নিতে ব্যর্থ হাবাস

হারের বদলা নেওয়া হল না হাবাসের৷

ISL 3:ATK vs Pune FC match Drawn
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 2, 2016 9:50 pm
  • Updated:August 21, 2020 9:34 pm  

এটিকে: ০                  পুণে এফসি: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা দল আগেই পৌঁছে গিয়েছিল শেষ চারে৷ আরেকটা দল ইতিমধ্যেই সেমিফাইনালে খেলার আশা শেষ করেছিল৷ তাই শুক্রবারের লড়াইটা ছিল শুধুই সম্মানরক্ষার৷ হল কি? না, এবার আর প্রাক্তনকে মাত দেওয়া হল না বর্তমানের৷ আবার প্রাক্তনের সান্ত্বনা, এবার অন্তত অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট জুটল৷

Advertisement

গতবার যে ইয়ান হিউমরা তাঁর শক্তি ছিলেন, তাঁদের বিরুদ্ধেই এদিন জয়ের লড়াইয়ে নেমেছিলেন অ্যান্তোনিও হাবাস৷ কিন্তু লড়াইটা সহজ হল না৷ টানা তিনবার শেষ চারে জায়গা করে নেওয়া অ্যাটলেটিকো ডি কলকাতার রক্ষণ দুর্গ ভেঙে বল জালে জড়াতে পারলেন না সিসোকোরা৷ দ্বিতীয়ার্ধে একটি নিশ্চিত শট আটকে দেন কলকাতার গোলকিপার ড্যানি মেলো৷

একই হাল এটিকেও৷ দুই অর্ধেই গোলের সুযোগ এসেছিল৷ কিন্তু পুণের ডিফেন্ডারদের চেয়েও এদিন বেশি প্রশংসা প্রাপ্য অরিন্দম ভট্টাচার্যর৷ গোলের পোস্টের নিচে দাঁড়িয়ে অসাধারণ কিছু সেভ না করলে হয়তো হাবাসের মাথা আরও নত হয়ে যেত৷ যে দলকে প্রথম মরশুমে চ্যাম্পিয়ন করেছিলেন হাবাস, সেই দলের বিরুদ্ধেই ছিল বদলার ম্যাচ৷ কিন্তু এবারের মতো সেই আশা অপূর্ণই থেকে গেল৷

শেষ চারে পৌঁছে গিয়েছে এটিকে৷ তাই মোলিনার ভাবনায় ঢুকে পড়েছে সেমিফাইনাল৷ আর সেই কারণেই হয়তো এদিন খুব একটা চিন্তিত দেখাল না মোলিনাকে৷ তার উপর কার্ড সমস্যায় ছিলেন না গোলকিপার দেবজিৎ৷ হিউমকেও নামিয়েছিলেন এক্কেবারে শেষের দিকে৷ পোস্তিগা ও ডাউটি ছিলেন বেঞ্চেই৷ অর্থাৎ হিসেব মতো পুণের বিরুদ্ধে প্রথম দলকে খেলালেনই না তিনি৷ শেষ চারের আগে কোনও ঝুঁকি নিতে চাননি তিনি৷ ঘরের মাঠে তাই এক পয়েন্টেই তাই সন্তুষ্ট মোলিনা৷

এদিকে, এদিনই জানিয়ে দেওয়া হল এবারের আইএসএল-এর ফাইনাল অনুষ্ঠিত হবে কোচিতে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement