স্টাফ রিপোর্টার: হেল্ডার পোস্তিগা সম্পর্কে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসলেন হোসে মলিনা৷ তারপর রসিকতার সুরে বলে ফেললেন এটিকে-র নবাগত কোচ, “গতবার মাত্র ৭৪ মিনিট খেলেছিল পোস্তিগা৷ গোল করেছিল দু’টো৷ এবার সেই সূত্র ধরে বলতে পারি, দশটা ম্যাচ খেললে হিসাব মতো গোল করবে কুড়িটা৷ তাহলেই বুঝুন আমরা কোথায় গিয়ে দাঁড়াব৷”
কোচের কথায়, পোস্তিগা যে কোনও দলের কাছে সম্পদ৷ গতবার চোট পেয়ে যাওয়ায় খেলতে পারেনি৷ এবার দলের সঙ্গে একান্তভাবে মিশে গিয়েছে৷ গতবার প্রথম ম্যাচ চেন্নাইয়িন এফসি-র সঙ্গে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি৷ এবারও শুরুতেই সেই এক প্রতিপক্ষ৷ পোস্তিগা সম্পর্কে চেন্নাই দলের কোচ মাতেরাজ্জির মন্তব্য, “নিঃসন্দেহে সেরা ফুটবলার৷ ওকে তো সমীহ করতেই হবে৷ তবে শুধু পোস্তিগা নয়, পুরো এটিকে নজরে থাকবে৷”
এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আজ খেলতে নামছে এটিকে৷ একদিকে যুব বিশ্বকাপের জন্য সল্টলেক স্টেডিয়াম বন্ধ৷ তার উপর রবীন্দ্র সরোবরে খেলা নিয়ে আদালত পর্যন্ত ব্যাপারটা গড়ায়৷ সবকিছু জয় করে রবীন্দ্র সরোবরে খেলতে নামছেন হিউম, বোরহারা৷ মাঠে গিয়ে দেখা গেল পলেস্তরা খসে পড়া সেই স্টেডিয়ামের কী ব্যাপক পরিবর্তন! হসপিটালিটি বক্স, ড্রেসিংরুম, সিপি-র রুম সর্বত্র আধুনিকতার ছোঁয়া৷ লেগেছে আলো৷ ঘরের মাঠে পর্যাপ্ত প্র্যাকটিস না পাওয়ায় অবশ্য ক্ষুব্ধ মলিনা৷ মাঠের মতো দলেও পরিবর্তন আনতে পারেন কোচ৷ গোলে দেবজিত্, ডিফেন্সে রবার্ট, প্রীতম কোটাল, ডিকা, বিক্রমজিত্, সর্বত্র নতুন মুখ৷
গত দু’বছর বসা হাবাসের চেয়ারে আজ মলিনার অভিষেক ঘটবে৷ গতবারের চ্যাম্পিয়ন বা সেমিফাইনালে হেরে যাওয়া দলের সঙ্গে খেলতে হবে বলে বিশেষ চিন্তিত নন তিনি৷ ঘরের মাঠের অ্যাডভান্টেজ পাবেন বলে মনে করছেন মলিনা৷ দলকে নেতৃত্ব দেবেন বোরহা৷ তবে চোট পাওয়ায় পাবলো ফিরে গিয়েছেন স্পেন৷ এদিকে মেন্ডোজা না থাকায় চেন্নাই দলের ভিতটাই নড়ে গিয়েছে৷ সেই সঙ্গে বিদেশি গোলকিপার এদেল বেটে, এলানো, ব্রুনো, সকলেই এক এক করে বিদায় নিয়েছেন৷ ফলে চ্যাম্পিয়নরা নড়বড়ে৷ মাতেরাজ্জি অবশ্য জেজের উপর ভরসা রাখছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.