Advertisement
Advertisement

Breaking News

মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের ‘আন্ডারডগ’ মানতে নারাজ এটিকে কোচ

শনিবার সেমিফাইনালের প্রথম লেগের আগে অর্ণব মণ্ডলের চোট পেয়ে ছিটকে যাওয়া ভাবাচ্ছে কোচকে৷

ISL 3: ATK vs Mumbai FC semifinal 1st leg preview
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 10, 2016 12:25 pm
  • Updated:August 21, 2020 9:27 pm  

দীপক পাত্র: শুক্রবার তেলে বেগুনে জ্বলে উঠলেন কলকাতা দলের কোচ হোসে মোলিনা৷ এত রেগে গেলেন কেন তিনি? কেন ক্ষোভে ফেটে পড়লেন?

প্রশ্ন ছিল, আপনারা তাহলে আন্ডারডগ হিসেবে শনিবার নামছেন? এটিকে কোচের উত্তর, “অনেকে আন্ডারডগ বলছেন বটে৷ কিন্তু কেন? বুঝতে পারছি না৷ হতে পারে আমরা লিগ টেবিলের চার নম্বরে৷ মুম্বই শীর্ষে৷ সেইদিক দিয়ে দেখলে ঠিকই আছে৷” এইটুকু বলেই গলার স্বর চড়িয়ে বসলেন মোলিনা৷ “কে ফেভরিট, কে আন্ডারডগ, এসব নিয়ে ভাবার সময় আমার নেই৷ যারা আন্ডারডগ বলছে বলুক৷ আমার কিছু যায় আসে না৷” কথায় ঝরে পড়ছিল একরাশ ক্ষোভ, অভিমান, দুঃখ৷ ২০ পয়েন্ট নিয়ে এটিকে চারটে দলের মধ্যে শেষে  দাঁড়িয়ে৷ শুধু পয়েন্টে নয়, গোলপার্থ্যকেও মুম্বইয়ের চেয়ে পিছিয়ে৷ তারওপর পোস্তিগারা গ্রুপ লিগের খেলায় চারটে ম্যাচ জিতেছে৷ সেখানে মুম্বই জিতেছে ছ’টা৷ সেই কারণেই ফুটবলমহল তাদের আন্ডারডগ তকমা দিয়েছে৷

Advertisement

শনিবার সেমিফাইনালের প্রথম লেগের আগে অর্ণব মণ্ডলের চোট পেয়ে ছিটকে যাওয়া ভাবাচ্ছে কোচকে৷ কাফ মাসলে এমন চোট পেয়েছেন যে তাঁকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে৷ ধারাবাহিকতা, টিম গেম সবেতেই এগিয়ে ফোরলানরা৷ বিশেষজ্ঞদের কাছে মুম্বই এগিয়ে থাকা যুক্তিসঙ্গত৷ কিন্তু ফুটবল অতীতের কাছে বশ্যতা স্বীকার করে কি? মোলিনার কথাতেই স্পষ্ট ধরা পড়ল, “১৮০ মিনিটের প্লে-অফ৷ যে চারটে দল সেমিফাইনালে উঠেছে তাদের মধ্যে কোনও ফারাক নেই৷ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব৷”

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে লড়াইটা আসলে মুম্বইয়ের আক্রমণের সঙ্গে এটিকে-র রক্ষণের৷ ফোরলানদের বিরুদ্ধে গ্রুপ লিগের দুটো ম্যাচের একটায় আবার মোলিনাবাহিনী হেরেছে৷ তাও আবার কলকাতার মাঠে৷ পোস্তিগা, হিউমরা যেখানে গোলের রাস্তা খুঁজে পেতে দিশেহারা সেখানে ফোরলান, সোনি নর্ডি, সুনীল ছেত্রীরা গোলের মধ্যে৷ তাই সবদিক দিয়ে মুম্বই এগিয়ে৷ তবে সেসব না ভেবে নিজের ছেলেদের দিকেই মন দিচ্ছেন এটিকে কোচ৷ উল্টো দিকে, মুম্বই কোচ গুইমারেস কিন্তু নিজেদের ফেভরিট ভাবতে রাজি নন৷ বলেই দিলেন, “এটিকে এই নিয়ে তৃতীয়বার সেমিফাইনালে খেলতে নামছে৷ আমরা নামব প্রথমবার৷ আমরা আক্রমণাত্মক খেলি৷ কলকাতার দলটাও তাই৷ যেহেতু অ্যাওয়ে ম্যাচ, তাই শুরুতে ডিফেন্স জমাট রাখার চেষ্টা থাকবে৷ ভাল কিংবা মন্দ যে কোনও সময় ছেলেদের মানসিকতায় টোল খায়নি৷ এটাই আমার দলের বড় ভরসা৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement