Advertisement
Advertisement

Breaking News

ISL 2024

ঘোষিত আইএসএল প্লে অফের সূচি, সেমিফাইনালে কবে নামছে মোহনবাগান?

আইএসএলের ফাইনাল কবে?

ISL 2024: Play off date and places announced
Published by: Arpan Das
  • Posted:March 15, 2025 12:35 pm
  • Updated:March 15, 2025 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত আইএসএল প্লে অফ পর্বের সূচি। জানিয়ে দেওয়া হল কবে কোন দল কার মুখোমুখি হবে? লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে সেরা ছয়ে রয়েছে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি। 

টানা দ্বিতীয়বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করে মোহনবাগান। তারপর জায়গা চূড়ান্ত করে নেয় এফসি গোয়াও। তবে বাকি চার দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতে সেরা ছয়ে জায়গা নিশ্চিত করে নেয় মুম্বইও। শেষ পর্যন্ত আইএসএলের প্রথম ছয়ের তালিকা দাঁড়ায় এরকম- মোহনবাগান (৫৬ পয়েন্ট), গোয়া (৪৮ পয়েন্ট), বেঙ্গালুরু এফসি (৩৮ পয়েন্ট), নর্থইস্ট ইউনাইটেড (৩৮ পয়েন্ট), জামশেদপুর এফসি (৩৮ পয়েন্ট), মুম্বই সিটি এফসি (৩৬ পয়েন্ট)।

Advertisement

সেরা ছয়ের তৃতীয় ও ষষ্ঠ স্থানে থাকা দল নকআউটের একটি ম্যাচে মুখোমুখি হবে। একইভাবে নকআউটে মুখোমুখি হবে চতুর্থ ও পঞ্চম দল। প্রথম নকআউট অর্থাৎ বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচের বিজেতা দুই পর্বে সেমিফাইনাল খেলবে গোয়ার বিরুদ্ধে। আবার দ্বিতীয় নকআউটে মুখোমুখি নর্থইস্ট বনাম জামশেদপুর। সেই ম্যাচের বিজয়ী দল দুই লেগের সেমিফাইনালে নামবে মোহনবাগানের বিরুদ্ধে। প্রথম পর্বের সেমিফাইনাল ৩ এপ্রিল। দ্বিতীয় পর্বে ঘরের মাঠে মোহনবাগানের ম্যাচ ৭ এপ্রিল। আর ফাইনাল ১২ এপ্রিল। যদি মোহনবাগান ফাইনালে ওঠে, তাহলে ফাইনাল হবে কলকাতায়। একনজরে দেখে দেওয়া যাক প্লে অফের সূচি ও দিনক্ষণ।

নকআউট ১- বেঙ্গালুরু বনাম মুম্বই, ২৯ মার্চ, বেঙ্গালুরু
নকআউট ২- নর্থইস্ট বনাম জামশেদপুর, মার্চ ৩০, শিলং

সেমিফাইনাল
২ এপ্রিল, গোয়া বনাম নকআউট ১ জয়ী, প্রথম লেগ
৩ এপ্রিল, মোহনবাগান বনাম নকআউট ২ জয়ী, প্রথম লেগ

৬ এপ্রিল, গোয়া বনাম নকআউট ১ জয়ী, দ্বিতীয় লেগ, গোয়া
৭ এপ্রিল, মোহনবাগান বনাম নকআউট ২ জয়ী, দ্বিতীয় লেগ, কলকাতা

ফাইনাল
১২ এপ্রিল

সব ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub