সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দলে উমেশ যাদবকে দলে নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খান। তারকা পেসার বলেছিলেন, অজিদের বিরুদ্ধে মহম্মদ শামি এবং জশপ্রিত বুমরাহর সঙ্গে উমেশকে জুড়ে দিলেই উপকৃত হবে টিম ইন্ডিয়া। তবে ইশান্তের উপরই আস্থা রেখেছিলেন বিরাট কোহলি। বিদেশের মাটিতে অভিজ্ঞ পেসারই দলকে জেতাতে বড় ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস ছিল ভারত অধিনায়কের। আর সে বিশ্বাসের মর্যাদা শুরুতেই রেখেছেন ইশান্ত। অজি ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে অনন্য এক মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তিনি।
শুরুতেই অ্যারন ফিঞ্চ এবং তারপর অধিনায়ক টিম পেইনের উইকেট তুলে নেন ইশান্ত। আর দ্বিতীয় উইকেট ঝুলিতে ভরতেই তৈরি হয় রেকর্ড। তৃতীয় ভারতীয় পেসার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৫০ টি উইকেটের মালিক হয়ে গেলেন তিনি। মজার বিষয় হল যে জাহির খান ইশান্তকে দলে না রাখা নিয়ে সুর চড়িয়েছিলেন, তাঁর রেকর্ডই এদিন ছুঁয়ে ফেললেন ভারতীয় পেসার। এর আগে ভারতীয় হিসেবে অজিদের বিরুদ্ধে ৫০ টি উইকেটের মালিক ছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এবং জাহির খান।
২০০৮-০৯ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স ছিল ইশান্তের। এতগুলো বছর পেরিয়ে এসেও নিজের ছন্দ ধরে রেখেছেন তিনি। বিদেশের মাটিতে যা নিঃসন্দেহে প্রশংসনীয়। মাত্র ২৩ টি টেস্ট খেলেই এই মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। এদিকে মাইলস্টোনের কাছাকাছি পৌঁছে গিয়েছেন আরেক পেসার উমেশ যাদব। তাঁর ঝুলিতে রয়েছে ৪২ টি উইকেট।
ইশান্ত শর্মার মতোই অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন তাক লাগিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার খেলার শেষে তিনি বলেন, ম্যাচের পরিস্থিতি এখন এমন, এখান থেকে যে কোনও দলই জিততে পারে। তাই প্রত্যেকটা রানই এখন অত্যন্ত মূল্যবান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.