Advertisement
Advertisement

Breaking News

Cristiano Ronaldo Irina Shayk

রোনাল্ডোর সঙ্গে বিচ্ছেদের ধাক্কা, এক রাতে কয়েক মিলিয়ন ফলোয়ার হারান এই সুপারমডেল

কে এই সুপারমডেল?

Irina Shayk reportedly lost 11 million Instagram followers in 24 hours following her split from Cristiano Ronaldo । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 25, 2023 4:26 pm
  • Updated:July 25, 2023 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে অনুসরণ করতেন অনেকে। তাঁর ফলোয়ারের সংখ্যাও ছিল আকাশচুম্বী। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে বিচ্ছেদের খবর জানাজানি হওয়ার পর থেকেই ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা এক লাফে কমে যায় ১১ মিলিয়ন। কে তিনি? তিনি ইরিনা শায়েক (Irina Shayk)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) প্রাক্তন প্রেমিকা।

রাশিয়ান সুপারমডেল ইরিনার সঙ্গে রোনাল্ডোর সাক্ষাৎ হয় ২০১০ সালে। আর্মানির বিজ্ঞাপনের সময়ে রোনাল্ডোর সঙ্গে দেখা হয়েছিল ইরিনা শায়েকের। তার পর সম্পর্কে জড়িয়ে পড়েন দু’ জন। ২০১৫ সালের জানুয়ারিতে রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক শেষ হয় ইরিনার। সেই খবর ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইরিনা শায়েকের ফলোয়ার সংখ্যা একলাফে কমে যায় প্রায় ১১ মিলিয়ন।

Advertisement

[আরও পড়ুন: মেজাজ হারিয়ে দু’ ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন হরমনপ্রীত, অধিনায়কের ভুলের খেসারত দেবে ভারত!]

রোনাল্ডো ও ইরিনা শায়েকের পথ আলাদা হয়ে যায়। রোনাল্ডোর পরে ইরিনার নাম জড়ায় ব্র্যাডলি কুপারের সঙ্গে। রোনাল্ডো সম্পর্কে জড়িয়ে পড়েন জর্জিনা রডরিগেজের সঙ্গে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাবের হয়ে খেলছেন। সৌদি আরবের ক্লাব আল নাসেরকে প্রথমবার সৌদি প্রিমিয়ার লিগ এনে দিতে পারেননি। নতুন মরশুমের জন্য শক্তিশালী দল গঠন করছে আল নাসের। এর মধ্যেই পুরনো খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ইরিনা শায়েকের সম্পর্কের কথা আবার নতুন করে উঠে এসেছে। রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পরে ইনস্টাগ্রামে ১১ মিলিয়ন ফলোয়ার হারিয়েছেন ইরিনা শায়েক।

[আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, প্রকাশ্যে এল মোহনবাগানের নতুন জার্সি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement