সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: OMG! খুদের ব্যাটে এমন শট! বিস্ময় বালক বললে কি অত্তুক্তি হবে? মনে হয় না৷ বয়স মাত্র আড়াই বছর৷ কিন্তু তার ব্যাট ধরার কায়দা দেখে তাক লাগবেই৷ ভারতীয় পেসার ইরফান পাঠানের ভাইপো এখন নেটদুনিয়ার চর্চায়৷
যে দেশে ক্রিকেটকে ধর্মের আসনে বসানো হয়, সেখানে আট থেকে আশি সকলেই যে ক্রিকেটভক্ত, তা বলাই বাহুল্য৷ ছোট থেকেই বাইশ গজের লড়াই দেখে বড় হয় এ দেশের ছেলে-মেয়েরা৷ গালি ক্রিকেট তো ভারতের প্রতিটি শহরের চেনা ছবি৷ আর এ খুদের জন্মই তো হয়েছে ক্রিকেটারের পরিবারে৷ বছর আড়াইয়ের খুদে মাস্টারের রক্তেই ক্রিকেট৷ ভাইপোর এমন প্রতিভা তো আর লুকিয়ে রাখা যায় না৷ ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের ছেলের কীর্তিই তুলে ধরেছেন কাকু ইরফান৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি৷ তাঁদের পথেই যে ভাইপো রায়ান এগোচ্ছে, ভক্তদের যেন সে কথাই জানাতে চাইলেন তিনি৷
দুনিয়ার কাছে ইরফান এমন প্রতিভা তুলে ধরেছেন ঠিকই৷ তবে তিনি চান একজন কিংবদন্তি যেন অবশ্যই এই ভিডিওটি দেখেন৷ না, শচীন তেণ্ডুলকর বা বিরাট কোহলি নয়, ইরফান চান তাঁর ভাইপোর প্রতিভা যেন চোখে পড়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের৷ বিশ্ব ক্রিকেটে অন্যতম উজ্জ্বল তারকা এবি৷ চলতি বছরেই বিদায় জানিয়েছেন বাইশ গজকে৷ দেশ থেকে ক্লাব, ব্যাট হাতে সব ক্ষেত্রেই দাপট দেখিয়েছেন এই কিংবদন্তি৷ সবরকম শট খেলতে পারেন বলে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যানও বলা হয় তাঁকে৷ তাই খুদে রায়ানের ক্রিকেট খেলার ভিডিওটি পোস্ট করে ইরফান লিখেছেন, “এবি ডিভিলিয়ার্স কি দেখছেন? রায়ান তার ব্যাটে কিন্তু ড্র্যাগ শট মারতে পারে৷” সত্যিই এই প্রতিভা এবি’র চোখে পড়েছে কিনা, এখনও জানা নেই৷ তবে ভাইপোর এমন কীর্তি এবি’র মন জয় করবেই৷ আশা ইরফানের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.