Advertisement
Advertisement

Breaking News

রোনাল্ডোর রাতের ঘুম ওড়াতে এ কী করলেন ইরানের সমর্থকরা!

পর্তুগালকে হারানোই যখন লক্ষ্য...

Iranian fans attempted to disturb Cristiano Ronaldo’s sleep at hotel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 8:36 pm
  • Updated:September 19, 2023 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেনতেন প্রকারেণ হারাতেই হবে পর্তুগালকে৷ ক্ষুরধার, ক্ষিপ্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আটকে দিতেই হবে৷ তবেই বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছানোর স্বপ্নপূরণ হবে ইরানের৷ এমন প্রতিজ্ঞা নিয়েই ম্যাচের আগে সিআর সেভেনকে বিরক্ত করা শুরু করেন ইরানি সমর্থকরা৷ তাঁদের তাণ্ডবেই রাতের ঘুম উড়ল রোনাল্ডোর৷

[ডু অর ডাই ম্যাচের আগে মেসির বিরুদ্ধে হুঙ্কার নাইজেরীয় স্ট্রাইকার মুসার]

ব্যাপারটা কী? কেন ইরান ফ্যানদের ‘অত্যাচারে’ অতীষ্ট হয়ে উঠেছেন পর্তুগিজ স্ট্রাইকার? তাহলে খোলসে করেই বলতে হয়৷ ঘটনা হল, ইরান-পর্তুগাল মুখোমুখি হওয়ার আগের রাতে পর্তুগালের টিম হোটেলের সামনে জড়ো হন শয়ে শয়ে ইরানি সমর্থক৷ আর সেখানেই চিৎকার, চেঁচামেচি করতে শুরু করেন তাঁরা৷ উদ্দেশ্য একটাই৷ নিজের প্রিয় দলের পাশে থেকে বিপক্ষকে চাপে ফেলা৷ রোনাল্ডো যাতে কোনওভাবেই ফুরফুরে মেজাজে মাঠে নামতে না পারেন, সেই চেষ্টাই ছিল ইরান ভক্তদের৷ টিভির পর্দায় এই গোটা ঘটনা তুলে ধরেছে পর্তুগিজ চ্যানেল৷ এমনকী এও দেখা গিয়েছে, হোটেলের জানলা দিয়ে মুখ বাড়িয়ে ইরানের সমর্থকদের চুপ করতে বলছেন স্বয়ং রোনাল্ডো৷ কিন্তু তাতেও কাজ হয়নি৷ সোমবার সকালেও হোটেলের বাইরে বেশ কয়েকজন সমর্থককে সজোরে গান বাজাতে শোনা যায়৷

Advertisement

তবে ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি৷ বিষয়টি গড়ায় পুলিশ পর্যন্ত৷ সারাঙ্ক পুলিশের কাছে রবিবার রাত ১১টা নাগাদ ফোনে অভিযোগ জানানো হয় পর্তুগালের তরফে৷ এরপরও ঘণ্টার পর ঘণ্টা চিৎকার চলতে থাকে৷ ফের অভিযোগ পায় পুলিশ৷ তারপরই হোটেল চত্বরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়৷ তাতে উৎপাত খানিকটা কমলেও সম্পূর্ণ বন্ধ হয়নি৷ এক ইরান সমর্থক বলেন, “আমি রোনাল্ডোকে খুব ভালবাসি৷ পর্তুগালকেও৷ কিন্তু এটা একটা ডিসাইডার ম্যাচ৷ তাই যেভাবেই হোক, তাদের আকটাতে হবে৷ সেই কারণেই এই প্রয়াস৷” তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি৷

[ঘুষকাণ্ডে ৩ বছরের জেল, ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন সুভাষ ভৌমিক]

সোমবার রাতে ইরানকে হারিয়ে গ্রুপ বি-এর শীর্ষে থেকেই প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে চায় রোনাল্ডো অ্যান্ড কোং৷ যদিও ড্র হলেই পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যাবে তাদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement