Advertisement
Advertisement

নোট বাতিলের প্রভাব পড়ল ফেডেরার, সেরেনার জীবনেও

টুর্নামেন্টের গত মরশুমে ইন্ডিয়ান এসেস দলে সানিয়া মির্জার পাশে খেলতে দেখা গিয়েছিল সুইস তারকা ফ্রেডিকে৷

IPTL: Demonetisation hits Federer and Serena
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 6, 2016 4:55 pm
  • Updated:July 13, 2018 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি ৫০০ এবং ১০০০ হাজার টাকার নোট বাতিল কি আপনার জীবনে সমস্যা তৈরি করেছে? তাহলে হতাশ হবেন না৷ কারণ আপনার মতোই একই পরিস্থিতির শিকার বিশ্বের সেরা টেনিস তারকারাও৷

নোট বাতিলের প্রভাব পড়ল কিংবদন্তি রজার ফেডেরার এবং সেরেনা উইলিয়ামসের জীবনেও৷ কীভাবে? সদ্য শুরু হওয়া আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগে (আইপিটিএল) প্রতিবারের মতো এবারও অংশ নেওয়ার কথা ছিল তাঁদের৷ কিন্তু বাদ সাধল নোট বাতিল ইস্যু৷ বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতির জন্য চড়া মূল্যের বিনিময়ে ফেডেরার বা সেরেনাকে দলে নেওয়া সম্ভব হচ্ছে না৷ মঙ্গলবার এমনটাই স্বীকার করে আইপিটিএল-এর অন্যতম কর্তা মহেশ ভূপতি৷

Advertisement

টুর্নামেন্টের গত মরশুমে ইন্ডিয়ান এসেস দলে সানিয়া মির্জার পাশে খেলতে দেখা গিয়েছিল সুইস তারকা ফ্রেডিকে৷ সেরেনা খেলেছিলেন সিঙ্গাপুর স্ল্যামার্সের হয়ে৷ কিন্তু ভূপতি জানালেন, এবার আর তাঁদের দলে রাখা যাচ্ছে না৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের কথা ফেডেরার ও সেরেনাকে বিস্তারিত জানিয়েছেন তিনি৷ সব শুনে দু’জনই টুর্নামেন্টের পাশে দাঁড়িয়েছেন৷ এবারও যাতে আইপিটিএল সাফল্য পায়, সেই শুভেচ্ছাও জানিয়েছেন৷ ভারতীয় টেনিস তারকা ভূপতি বলেন, ভবিষ্যতে ফের আইপিটিএল-এ তাঁদের ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করা হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement