Advertisement
Advertisement

রুদ্ধশ্বাস ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের ফাইনালে ধোনি অ্যান্ড কোং

পয়সা উসুল প্লে-অফ।

IPL2018 first qualifier: CSK beats SRH by 2 wickets
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2018 10:41 pm
  • Updated:May 22, 2018 10:51 pm  

সানরাইজার্স হায়দরাবাদ: ১৩৯/৭ (উইলিয়ামসন-২৪, পাঠান-২৪, ব্রেথওয়েট-৪৩*,)

চেন্নাই সুপার কিংস: ১৪০/৮ (ডু প্লেসি-৬৭* রায়না-২২)

Advertisement

২ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমন কিছু জিনিস আছে যা চোখে না দেখলে বিশ্বাস করা দায়। কিন্তু এ কী প্লে-অফ! এ যে চোখে দেখেও বিশ্বাস করা অসম্ভব। খেলার পরতে পরতে সাসপেন্স। যখন চেন্নাই সমর্থকরা ধরেই নিয়েছেন ফাইনালের টিকিট নিশ্চিত করতে আরও একবার অগ্নিপরীক্ষা দিতে হবে, তখন আগ্নেয়গিরির মতো জ্বলে উঠলেন ডু প্লেসি এবং শার্দুল ঠাকুর। আর তাতেই অবিশ্বাস্যভাবে ম্যাচ পকেটে পুরে ফেলল চেন্নাই। মিরাকল ছাড়া যেন আর কিছুই বলা যায় না। রুদ্ধশ্বাস। টানটান একটা ম্যাচের সাক্ষী রইল মঙ্গল-রাতের ওয়াংখেড়ে।

চলতি আইপিএলের প্রচারে একটা শব্দের ব্যবহার করা হচ্ছে। বেস্ট ভার্সেস বেস্ট। কিংবা সেরা বনাম সেরার লড়াই। মঙ্গলবারের ম্যাচ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল, কথাটা বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয়নি। নিঃসন্দেহে একেই সেয়ানে-সেয়ানে টক্কর বলে। যেখানে বিপক্ষের ইনিংস মাত্র ১৩৯ রানেই শেষ করে দিল চেন্নাই, সেখানে এমন অল্প রান নিয়েও শিরদাঁড়া সোজা করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেল হায়দরাবাদ। দিনের শেষে ফলাফল যাই হোক না কেন, আইপিএলের প্লে-অফে প্রথম বনাম দ্বিতীয়র এমন হাড্ডাহাড্ডি লড়াই-ই তো আশা করেছিলেন সমর্থকরা। এক কথায় পয়সা উসুল প্লে-অফ।

[প্লে-অফের আগে জমজমাট মহিলাদের টি-টোয়েন্টি, মান্দানাদের হারালেন মিতালিরা]

ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, যে দল প্রথম বলে উইকেট তুলে নেয়, দিনের শেষে তাদেরই হারের মুখ দেখতে হয়। এদিন ওয়াংখেড়েতে সেই মিথে জোর ধাক্কা দিল ধোনির দল। প্রথম বলে উইকেট তুলে গোটা দলের বাহবা কুড়োলেন চহর। আর শেষ হাসিও হাসল তাঁর দলই। তবে এ কথা ঠিক যে এদিনের খেলায় বাউন্ডারি আর ওভার বাউন্ডারির বন্যা বয়নি। আসলে দিনটা ছিল বোলারদের। স্পিনাররা তো দাপট দেখালেনই, বাদ গেলেন না পেসাররাও। দুই দলের বোলারের এমন
আক্রমণাত্মক ভঙ্গিতে কুপোকাত ব্যাটিং লাইন-আপ। আজ যেন রবীন্দ্র জাদেজা, সন্দীপ শর্মা, রশিস খানরা বলছিলেন, চলতি আইপিএল-এ অনেক তো ব্যাটিং ঝড় উঠেছে। এবার বোলারদের পালা। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র এগারো রান (৪-০-১১-২) দিয়ে ধোনি ও ব্রাভোর দুটি মূল্যবান উইকেট তুলে নিয়েছিলেন রশিদ। কিন্তু ডু প্লেসি এসে খেলার ছবিটাই পালটে দিলেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই সরাসরি ফাইনালে পৌঁছে গেল চেন্নাই। উলটোদিকে হায়দরাবাদ পৌঁছে যাবে কলকাতায় এলিমিনেটর ম্যাচের জন্য। বুধবার যে দল জিতবে তাদের বিরুদ্ধে শুক্রবার মাঠে নামবেন উইলিয়ামসনরা।

দু’বছর নির্বাসনে ছিল দলটা। তাই হলুদ জার্সিটা গায়ে চাপানো হয়নি। নির্বাসন কাটিয়ে ফিরতেই ধোনি বুঝিয়ে দিলেন কতটা মিস করছিলেন ওই জার্সিটাকে। কামব্যাক করতেই বিপক্ষ দলগুলোকে ছারখার করে এগিয়ে গিয়ে সোজা ফাইনালে। ছোট ফরম্যাট হোক কিংবা বড়, তিনি ছিলেন, এখনও আছেন স্বমহিমায়। মঙ্গল-রাতে সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন ক্যাপ্টেন কুল। দুবার পেরেছেন, এবারও কি তবে…? স্বপ্ন দেখা শুরু করে দিলেন ধোনি-ভক্তরা।

[এবার বড়পর্দায় ‘দাদাগিরি’? সৌরভের বায়োপিক নিয়ে জোর জল্পনা বলিউডে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement