Advertisement
Advertisement

Breaking News

IPL

ক্যাপ্টেন পাওয়ার লড়াই, মেগা নিলামে কোন দল চাইবে কোন তারকাকে?

নতুন অধিনায়ক খুঁজতে ময়দানে নামবে কেকেআরও।

IPL Teams will eye these players to be their captain
Published by: Anwesha Adhikary
  • Posted:November 6, 2024 12:07 am
  • Updated:November 6, 2024 12:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মেগা অকশনের দামামা বেজে গিয়েছে। চলতি মাসের শেষেই নিলাম টেবিলে ঝড় তুলবেন একঝাঁক তারকা। নিজের দলের জন্য সেরা ক্রিকেটারদের বেছে নিতে ময়দানে নামবেন ১০ দলের মালিকরা। তবে বিশেষ নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলোর দিকে। গত মরশুমের খেতাবজয়ী কেকেআর রিটেন করেনি অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি দল। আগামী মরশুমে এই দলগুলোকে নেতৃত্ব দেবেন কে? খানিকটা আভাস মিলবে আগামী ২৪-২৫ নভেম্বরের নিলামে।

গত আইপিএলের অন্তত তিন অধিনায়ককে রিটেন করেনি তাঁদের দল। দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ, কেকেআরের শ্রেয়স আইয়ার ও লখনউ সুপার জায়ান্টসের কেএল রাহুলকে দেখা যাবে নিলাম টেবিলে। উল্লেখ্য, গতবার কেকেআর ট্রফি জিতলেও শ্রেয়স সেভাবে জ্বলে উঠতে পারেননি। ১৪ ম্যাচে করেছিলেন ৩৫১ রান। অধিনায়ক নিজেই নাইট সংসারে থাকতে চাননি বলেই খবর। তাই আগামী মরশুমে কেকেআর একজন নতুন অধিনায়ককে কিনতে চাইবে। সূত্রের খবর, শাহরুখ খানের ম্যানেজমেন্টের নজর রয়েছে জস বাটলার বা কে এল রাহুলের মতো তারকাদের দিকে।

Advertisement

অন্যদিকে, শ্রেয়সকেই ফের ক্যাপ্টেন করতে চাইছে দিল্লি ক্যাপিটালস। সূত্রের খবর, তারকা ক্রিকেটারকে বিশাল অঙ্কে কিনতে রাজি তারা। পন্থ অধিনায়ক হওয়ার আগে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স। আসন্ন আইপিএলে তিনি যে ‘ঘরে’ ফিরতে চলেছেন তা কার্যত স্পষ্ট। গতবারের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসকে রিটেন করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শোনা যাচ্ছে, অধিনায়ক হিসাবে পন্থকে পেতে মরিয়া চেষ্টা করবে আরসিবি। তবে একান্তই পন্থকে না পেলে তারা ঝুঁকতে পারে ডেভিড ওয়ার্নারের দিকে। চেন্নাই সুপার কিংসও নাকি পন্থকে নিয়ে বেশ আগ্রহী।

লখনউ সুপার জায়ান্টস রাহুলকে ছেড়ে দিলেও তাদের অধিনায়কের প্রয়োজন নেই সেভাবে। গত মরশুমের সহ-অধিনায়ক নিকোলাস পুরানকে ২১ কোটি টাকা দিয়ে রিটেন করেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। তিনিই আগামী আইপিএলে দলকে নেতৃত্ব দিতে পারেন। নতুন করে দল গড়তে চলেছে পাঞ্জাব কিংস। তারা অধিনায়ক হিসাবে পন্থ বা রাহুলকে দলে নিতে আগ্রহী বলে সূত্রের খবর। শেষ পর্যন্ত কোন দল তাদের পছন্দের অধিনায়ককে ছিনিয়ে নেবে, উত্তর মিলবে নিলামের টেবিলেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement