Advertisement
Advertisement

Breaking News

গম্ভীরকে রাখল না নাইট রাইডার্স, পুরনো দলেই ধোনি-রায়না

কোন দল কাদের ধরে রাখল?

IPL Players Retention 2018: Unlike Gambhir, Rohit Sharma, MS Dhoni, Virat Kohli Retained By Their Teams
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2018 1:33 pm
  • Updated:January 4, 2018 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার ফিরছে আইপিএল। কুড়ি-বিশের ক্রিকেট জ্বরে মাতবে গোটা দেশ। ফের খেলা আর বিনোদনের কড়া ককটেলে বুঁদ হয়ে থাকার সময়। তবে কোন দলে কে থাকছেন, আর কাকে সরে যেতে হচ্ছে তা নিয়ে প্রতিবারই কৌতূহল থাকে তুঙ্গে। আজ প্রি অকশন রিটেনশনের আসরেই আইপিএল-এর ঢাকে একরকম কাঠি পড়ে গেল বলা যায়।

আইপিএলে বেঙ্গালুরুর কোচিংয়ের দায়িত্বে নেহরা-কার্স্টেন ]

Advertisement

প্লেয়ার রিটেনশন নিয়ে নতুন নিয়মাবলী এবারের আইপিএল-এর বড় চমক। যা আগেই পেশ করেছিল আইপিএল-এর গভর্নিং কাউন্সিল। সেখানে দু’টো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এক) আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো বর্তমান ক্রিকেটারদের সর্বোচ্চ পাঁচ জনকে আগামী বছর ধরে রাখা যাবে। তবে তা করা যাবে মিলিয়ে-মিশিয়ে। আগামী বছর নিলামের আগে কয়েক জনকে রেখে দেওয়া যাবে। বাকিদের নেওয়া যাবে নিলামে। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে (ধরা যাক নিলামে গৌতম গম্ভীরকে তুলে দিল কেকেআর। তাঁকে নিয়ে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের টানাটানির পর একটা নির্দিষ্ট দাম উঠল। কেকেআর ইচ্ছে করলে তখন আবার গম্ভীরকে নিয়ে নিতে পারবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে। যেহেতু গম্ভীর কেকেআরের প্লেয়ার ছিলেন। বাকি ফ্র্যাঞ্চাইজিরা তখন চাইলেও গম্ভীরকে নিতে পারবে না। রাইট টু ম্যাচ কার্ড থাকার এটাই সুবিধে)।নিলামের আগে নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে পারবে সর্বোচ্চ তিনজকে। আর রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে নিলাম থেকে নিতে পারবে সর্বোচ্চ তিনজনকে। কোনও ফ্র্যাঞ্চাইজি যদি নিলামের আগে কাউকেই না ধরে রাখে তা হলেও তারা নিলামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তিনজনকে নিতে পারবে।

কোন দল কাদের ধরে রাখল?

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া

দিল্লি ডেয়ারডেভিলস: রিষভ পন্থ, ক্রিস মরিস, শ্রেয়স আইয়ার

চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা

কিংস ইলেভেন পাঞ্জাব: অক্ষর প্যাটেল

কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, অ্যান্ড্রু রাসেল

সানরাইজার্স হায়দরাবাদ:  ভুবনেশ্বর কুমার, ডেভিড ওয়ার্নার

রাজস্থান ব়য়্যালস: স্টিভ স্মিথ

ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্স, সরফরাজ খান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement