Advertisement
Advertisement

Breaking News

আইপিএল বেটিংয়ে নাম জড়াল আরবাজের, অভিনেতাকে সমন পাঠাল পুলিশ

বড়সড় বিপাকে অভিনেতা৷

IPL Betting Scam: Mumbai police summons Actor Arbaaz Khan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2018 5:39 pm
  • Updated:August 9, 2021 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল বেটিংয়ে এবার নাম জড়াল বলিউড অভিনেতা আরবাজ খানের৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে মহারাষ্ট্র পুলিশ৷ শনিবার তাঁকে থানে থানায় হাজির হতে বলা হয়েছে৷ সেখানেই তাঁর জবানবন্দি নেওয়া হবে৷

২০১৩ সালে আইপিএল গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগে দু’বছরের জন্য নির্বাসিত হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস৷ ক্রিকেটীয় সমস্ত কার্যকলাপ থেকে নির্বাসিত করা হয়েছিল রাজস্থান দলের মালিক রাজ কুন্দ্রাকে৷ এবার আইপিএল বেটিংয়ে নাম জড়াল সলমন খানের মেজ ভাইয়ের৷ যাতে শুধু খান পরিবারেই নয়, গোটা হিন্দি চলচিত্র জগতে বড়সড় ধাক্কা লাগল৷

Advertisement

[মেসির কোনওকিছুই প্রমাণ করার নেই, বিশ্বকাপের আগে দরাজ সার্টিফিকেট মারাদোনার]

গত মঙ্গলবার সনু জালান-সহ তিনজন বুকিকে মুম্বইয়ের কাছে ডোম্বিভলি থেকে গ্রেপ্তার করেছিল থানে পুলিশ৷ জেরায় জানা যায়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ রয়েছে ওই ব্যক্তির৷ সনুর কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করা গিয়েছে৷ যাতে সমস্ত খদ্দের এবং বুকির নাম নথিভুক্ত করা আছে৷ পুলিশ জানিয়েছে, গোটা দুনিয়ায় সনুর বেটিংয়ের ব্যবসা রয়েছে৷ যা থেকে তার বার্ষিক আয় ১০০ কোটি টাকারও বেশি৷ জেরায় আরবাজের নামও নেয় সে৷ আর তারপরই আরবাজকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেয় পুলিশ৷ শুক্রবারই অভিনেতাকে সমন পাঠানো হয়েছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেটিংয়ে টাকা লাগিয়ে মোটা অঙ্কের অর্থ হারিয়েছিলেন আরবাজ৷ ফলে বুকি সনু জালানকে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ফেরত দিতে পারেননি তিনি৷ আর সেই কারণে নাকি তাঁকে লাগাতার হুমকি দিচ্ছিল সনু৷ কিন্তু কীভাবে সনুর সঙ্গে যোগাযোগ হল আরবাজের, অভিনেতার সঙ্গে দাউদের সরাসরি কোনও যোগাযোগ হয়েছে কি না, এসবই আরবাজের কাছ থেকে জানতে চাওয়া হবে বলে খবর৷ সবমিলিয়ে বড়সড় বিপাকে পড়তে চলেছেন আরবাজ৷ এমনটাই আন্দাজ করছে ওয়াকিবহাল মহল৷

[ডোপিংয়ে অভিযুক্ত ভারোত্তোলক সঞ্চিতা চানু, হাতছাড়া হতে পারে কমনওয়েলথ সোনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement