Advertisement
Advertisement

Breaking News

রাহানে

লাগাতার হারের জের, রাজস্থানের নেতৃত্ব থেকে সরানো হল রাহানেকে

কে হচ্ছেন নয়া অধিনায়ক?

IPL 2019: Steve Smith replaces Ajikya Rahane as RR captain
Published by: Sulaya Singha
  • Posted:April 20, 2019 2:27 pm
  • Updated:April 20, 2019 2:27 pm  

অমিত শাহ: আট ম্যাচের ছ’টাতেই হার। ব্যক্তিগত পারফরম্যান্সও আহামরি নয়। ফলস্বরূপ, রাজস্থান রয়্যালসের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল অজিঙ্ক রাহানেকে। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল ফ্র্যাঞ্চাইজি।

আসন্ন বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি রাহানের। এমনকী স্ট্যান্ড-বাই ক্রিকেটার হিসেবেও দলে ডাক পাননি ডান-হাতি ব্যাটসম্যান। এবার লাগাতার হারের জেরে রাজস্থানের অধিনায়কত্বও খোয়ালেন তিনি। ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হল, শনিবার থেকেই বাকি মরশুমের জন্য দলের দায়িত্ব নিচ্ছেন অজি তারকা স্টিভ স্মিথ। প্রীতি জিন্টার পাঞ্জাবের কাছে হারের পরই বৈঠক করে স্মিথকে ক্যাপ্টেন করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তারপর শুক্রবারই রাহানেকে জানিয়ে দেওয়া হয় সে কথা।

Advertisement

[আরও পড়ুন: বিরাট ঝড়ে চাপা পড়ল রাসেল ম্যাজিক, প্লে-অফের রাস্তা কঠিন কেকেআরের]

রাজস্থান ফ্র্যাঞ্চাইজি সূত্রের খবর, দলের বিশ্রী পারফরম্যান্সের জন্য রাহানেকেই দায়ী করা হয়েছে। দলের ছোটখাটো ভুল শুধরাতে পারেননি তিনি। দলকে সংঘবদ্ধ করতেও চূড়ান্ত ব্যর্থ। সেই কারণেই মূল্য চোকাতে হচ্ছে তাঁকে। এও শোনা যাচ্ছে, নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরা স্মিথের প্রতি রাজস্থানের একটা আলাদা প্রীতি রয়েছে। সেখান থেকেই অজি তারকাকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টুর্নামেন্টের একেবারে মাঝখানে ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্ধান্ত নাকি অনেক সাপোর্ট স্টাফরাই মেনে নিতে পারছেন না। প্রাক্তন এক টেস্ট তারকা বলেন, “রাহানে মাঠে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন। যাঁরা পরে ব্যাট করতে নামেন, তাঁদের অনেক সময়ই ভুল ভ্রান্তি হয়ে থাকে। তাঁরা দলকে টার্গেটে পৌঁছে দিতে ব্যর্থ হন। তাই বলে অধিনায়ককে সরিয়ে দেওয়ার কী মানে?”

স্মিথকে ক্যাপ্টেন করার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছে রাজস্থান। এমনটাই মত সাপোর্ট স্টাফদের একাংশের। কারণ অনেক সময়ই ম্যাচ চলাকালীন দেখা গিয়েছে, ফিল্ডিং সাজাতে গিয়ে রাহানেকে ছাপিয়ে গিয়েছেন স্মিথ। চলতি মরশুমে ব্যাটসম্যান হিসেবে তিনিও যে দারুণ সফল, তা বলা যাবে না। ফলে রাহানেকে সরানো যুক্তিযুক্ত মনে করছেন না অনেকেই।

[আরও পড়ুন: বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল বোর্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement