মুম্বই ইন্ডিয়ান্স: ১৮১/৪ (সূর্যকুমার-৫৯, লুইস-৪৩, হার্দিক-৩৫*)
কলকাতা নাইট রাইডার্স: ১৬৮/৬ (উথাপ্পা-৫৪, রানা-৩১, কার্তিক-৩৬*)
১৩ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুড়ি ওভারের ম্যাচে ওপেনিং জুটি যখন ৯১ রান তুলে ফেলে, তখনই যেন বিপক্ষের কাছে বিপদের বার্তা পৌঁছে যায়। আর রবিবার সেই বার্তাই কেকেআরকে পৌঁছে দিয়েছিলেন সূর্যকুমার যাদব এবং কেভিন লুইস। রোহিত শর্মার ভাগ্যটা যে বেশ ভাল, তা আর বলার অপেক্ষা রাখে না। নাহলে যেভাবে একের পর এক বাধা টপকে একটু একটু করে প্লে অফের দিকে এগিয়ে চলেছে মুম্বই, তা খুব একটা সহজ কাজ নয়। ব্যাট হাতে ব্যর্থ তিনি নিজে। কিন্তু দলগত প্রচেষ্টাতেই জয় ছিনিয়ে নিলেন এবারও।
That is that from Wankhede as the @mipaltan beat #KKR by 13 runs.#MIvKKR #VIVOIPL pic.twitter.com/4wqhm7O9wI
— IndianPremierLeague (@IPL) May 6, 2018
মুম্বই বনাম কলকাতার ম্যাচ তো শুধু বাইশ গজের লড়াই নয়। এই লড়াই বলিউড বাদশার বিরুদ্ধে তাঁর নিজের শহরের। এ লড়াই কিং খানের মর্যাদারও। রবিবাসরীয় ওয়াংখেড়েতে শাহরুখ হাজির ছিলেন না ঠিকই, কিন্তু ম্যাচ শুরুর আগেও দলকে তাতিয়েছিলেন নাইট মালিক। তবে দিনের শেষে তাঁর পেপটক কাজে এল না। ঘরের মাঠে বাজিমাত করল নীতা আম্বানির দলই। তবে শুধুই রোহিতের ভাগ্য বললে ভুল হবে। যোগ্য দল হিসেবেই দুটি পয়েন্ট এদিন ঝুলিতে ভরল মুম্বই। এমন দাপুটে ওপেনিং জুটির সামনে যে কোনও বোলারেরই অস্বস্তিতে পড়ে যাওয়ার কথা। যত দিন যাচ্ছে, নিজেকে দারুণভাবে মেলে ধরছেন সূর্যকুমার। দলের অন্যতম ভরসা হয়ে উঠছেন তিনি। আরেক জুটির খেলা আজকাল বেশ নজর কাড়ছে। তাঁরা হলেন দুই পাণ্ডিয়া ভাই। ক্রিজে থাকলে মনে হয়, ঠিক দলকে একটা ভাল জায়গায় পৌঁছে দেবেন তাঁরা। তবে শুধুই কি ব্যাট হাতে, হাত ঘুরিয়েও রোহিতকে মোহিত করলেন হার্দিক। তুলে নিলেন দুটি উইকেট।
গত ম্যাচে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছিল কার্তিক অ্যান্ড কোং। কিন্তু এদিন প্রথম থেকেই দলকে একটু ঝিমানো মনে হল। এদিনের ম্যাচ হারায় ফের প্লে অফে পৌঁছনোর লড়াই কিন্তু ফের কঠিন হয়ে গেল। আর এখানেই কার্তিকের কিছু সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। শেষ ওভারটি অনভিজ্ঞ প্রসিধকে দিয়ে করানোর কারণ হয়তো তিনি ব্যাটসম্যানদের কাছে অজানা। কিন্তু এমন চাপের পরিস্থিতিতে এত পরীক্ষা-নিরিক্ষা না করলেও পারতেন কার্তিক। তাছাড়া সুনীল নারিনের পরিবর্তে শুভমান গিলকে ওপেনিং করতে পাঠানোর আগে আরও একটু ভাবতে পারতেন কার্তিক। গত ম্যাচে গিলের দুরন্ত ইনিংসের জন্যই হয়তো তাঁর উপর অতিরিক্ত ভরসা করে ফেলেছিলেন তিনি। তবে স্ট্র্যাটেজি যাই হোক, আত্মবিশ্বাসের অভাবেই যেন এদিন রোহিতদের সামনে আত্মসমর্পণ করে বসলেন নাইটরা। আরব সাগরে ডুবল কিং খানের জয়ের স্বপ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.