সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালে ওয়াংখেড়েতেই বিশ্বকাপ ঘরে তুলে নিজের ও দেশবাসীর স্বপ্নপূরণ করেছিলেন বছর উনত্রিশের ভারত অধিনায়ক৷ সাত বছর পর সেই স্টেডিয়ামেই তৃতীয়বার আইপিএল ট্রফি জিতে ৩৬ বছরের নেতা বুঝিয়ে দিয়েছেন, বয়সটা নেহাতই একটা সংখ্যা৷ শুধু মগজাস্ত্রেই নয়, তাঁর ফিটনেসের কাছে হার মানতে হয়েছে কমবয়সিদেরও৷ তাই তো এখনও তিনি ভারতীয় দলে অনন্য, অপরিহার্য৷ হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনির কথাই বলা হচ্ছে৷ এবারের মতো আইপিএল শেষ হয়ে গেলেও ধোনি ম্যাজিক অব্যাহত৷ এবার সতীর্থ ডোয়েন ব্রাভোকে ফিটনেস চ্যালেঞ্জে হারিয়ে দিলেন মাহি৷
তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর বেশ খোসমেজাজে চেন্নাই শিবির৷ বিপক্ষের সঙ্গে লড়াইয়ের পালা শেষ হওয়ার পর নিজেদের মধ্যেই প্রতিযোগিতা শুরু করেছিলেন ধোনি-ব্রাভোরা৷ চ্যালেঞ্জটা ছিল এরকম৷ বাইশ গজে কে দৌড়ে আগে তিন রান নিতে পারেন৷ দুই প্রতিযোগী ধোনি ও ব্রাভো ব্যাট হাতে তৈরি৷ তারপর শুরু হল দৌড়৷ আন্দাজ করতে পারেন, সেয়ানে-সেয়ানে টক্করে শেষ হাসি কে হাসলেন? সেই মানুষটিই, যাঁকে গোটা বিশ্ব ক্যাপ্টেন কুল হিসেবে চেনে৷ বয়সে বছর দুয়েকের ছোট ক্যারিবিয়ান তারকাকেও হার মানালেন ধোনি৷ চেন্নাই সুপার কিংসের পোস্ট করা সেই চ্যালেঞ্জের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল৷ আর এভাবেই আরও একবার মাহি মনে করিয়ে দিলেন ক্রিকেটকে দেওয়ার এখনও অনেক মশলাই মজুত তাঁর মধ্যে৷
When Thala challenged Champion for a three run dash, post the victory yesterday! Any guesses who wins it? #whistlepodu #SuperChampions pic.twitter.com/k8OzIPMyxo
— Chennai Super Kings (@ChennaiIPL) May 28, 2018
গত বছর আইপিএলে সেভাবে নজর কাড়তে পারেননি মাহি৷ টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর খেলার ভবিষ্যত নিয়ে অনেকে প্রশ্নও তুলে দিয়েছিলেন৷ এবার হেলিকপ্টার শটেই সেসব সমালোচনাকে বাউন্ডারির বাইরে পাঠালেন ধোনি৷ গোটা টুর্নামেন্টেই ছিলেন দুর্দান্ত ফর্মে৷ দু’বছর পর চেন্নাই জার্সি গায়ে চাপিয়ে সেই আগের মেজাজেই ধরা দিয়েছিলেন৷ তবে ধোনি যে ফিটনেসে কতটা জোর দিয়েছেন তার প্রমাণ মিলেছিল গত বছর ডিসেম্বরেও৷ দেশের মাটিতে শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে একশো মিটার দৌড়ে নেমেছিলেন ধোনি৷ সেখানেও ১২ বছরের ছোট জুনিয়রকে হাসতে হাসতে হারিয়েছিলেন ক্যাপ্টেন কুল৷ এবার রানিং বিটুইন দ্য উইকেটসেও ধোনির ফিটনেসের সাক্ষী থাকলেন তাঁর অনুগামীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.