Advertisement
Advertisement

Breaking News

ধোনির জীবনে প্রথম পছন্দের মহিলা কে? উত্তর দিলেন ক্যাপ্টেন কুল

ভিডিওতেই দেখে নিন কী তাঁর নাম।

IPL 2018: MS Dhoni reveals the name of his first crush
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 9, 2018 9:32 pm
  • Updated:May 9, 2018 9:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে সেভাবে কথা বলতে শোনা যায় না মহেন্দ্র সিং ধোনিকে। তবে তাঁর বায়োপিক থেকে বাইশ গজের বাইরের মাহিকে অনেকটাই চিনেছেন তাঁর ভক্তরা। কিন্তু সেই বায়োপিকের বাইরেও হয়তো এমন কিছু বিষয় থেকে গিয়েছে যা ধোনি মনের কোণেই কোথাও লুকিয়ে রেখেছেন। এক মাইন্ড রিডারের সৌজন্য তেমনই এক অজানা কথা বলে ফেললেন তিনি। কিন্তু সে খবর ফাঁস করার সঙ্গে একটি শর্তও দিয়ে রাখলেন। স্ত্রী সাক্ষীকে এ কথা বলা যাবে না।

[লোকেশ রাহুলের ব্যাটিংয়ে মজেছেন পাক সঞ্চালিকা, কী টুইট করলেন তন্বী?]

দু’বছর পর চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চাপিয়ে চলতি আইপিএলে ফের স্বমহিমায় ধরা দিয়েছেন ক্যাপ্টেন কুল। ৩৬-এ এসেও ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দিচ্ছেন সেই ২০১১ সালের ধোনিকে। সেই মারকাটারি ব্যাটিং, বিপদের মুহূর্তে সেই সফল ফিনিশার হয়ে ওঠা, সবই উপহার দিয়ে চলেছেন ঝাড়খণ্ডের রাজপুত্র। আর তাঁর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে তাঁর দলও। এরই ফাঁকে এক অনুষ্ঠানে খোসমেজাজে দেখা গেল ধোনিকে। আর সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল একটি ব্যক্তিগত প্রশ্ন। যার উত্তর বেশ মজার ছলেই দিলেন তিনি।

Advertisement

[আফগানদের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের নেতা রাহানে, ওয়ানডে দলে ফিরলেন রায়ডু]

এক মাইন্ড রিডার জানতে চান, তাঁর জীবনের প্রথম পছন্দের মহিলার নাম কী? তারপরই ধোনির মন পড়তে শুরু করেন তিনি। প্রথমে বলেন, সেই মেয়ের নামে ইংরাজি ‘এ’ অক্ষরটি আছে। মাইন্ড রিডার যে ঠিক পথেই এগোচ্ছেন, সে কথা জানান ধোনি। এবার তিনি বলেন, ‘এ’ হল ওই শব্দটির তৃতীয় অক্ষর। এতেও সম্মতি দেন ধোনি। তারপরই ওই ব্যক্তি খাতায় লিখে ফেলেন ধোনির প্রথম পছন্দের মহিলার নাম। ধোনিও জানিয়ে দেন, এক্কেবারে ঠিক নামটিই লিখেছেন মাইন্ড রিডার। তাঁর নাম স্বাতী। ক্যাপ্টেন কুল জানান, সেই দ্বাদশ শ্রেণিতে থাকাকালীন শেষবার দেখা হয়েছিল স্বাতীর সঙ্গে। এরপরই মাহি মজা করে বলেন, “সাক্ষীকে কিন্তু বলবেন না।” রাঁচির DAV JVM স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন ধোনি। তখনই হয়তো স্বাতী নামের কোনও তরুণীকে পছন্দ করতেন ধোনি। যা এত বছর পর মাইন্ড রিডারের সৌজন্যে জানতে পারলেন তাঁর ভক্তরা। তবে সেসব দিন এখন অতীত। স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়ে সুখে সংসার করছেন সিএসকে অধিনায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement