Advertisement
Advertisement

গঙ্গাপারে থামল চেন্নাই এক্সপ্রেস, গিল-কার্তিক জুটির কাছে হার ধোনির চেন্নাইয়ের

'ধো...নি, ধো...নি' শব্দব্রহ্মের মধ্যেই ম্যাচ জিতল কেকেআর।

IPL 2018: KKR beats CSK by 6wickets
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 3, 2018 11:30 pm
  • Updated:August 22, 2018 12:55 am  

সিএসকে: ১৭৭/৫ (ওয়াটসন-৩৬ ধোনি-৪৩*)

কেকেআর: ১৮০/৪ (গিল-৫৭*, কার্তিক-৪৫*)

Advertisement

৬ উইকেটে জয়ী কেকেআর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলাটা ইডেন গার্ডেনসেই হচ্ছে তো? কেকেআর ইনিংসের প্রথম ওভারে ক্রিস লিন আউট হতে প্রশ্নটা মনে চাগাড় দেবেই। কেকেআরের ওপেনারকে আউট হতে দেখে ইডেন জুড়ে তখন উচ্ছ্বাসের ঢেউ। ব্যাপারটা কী? কী আর। কারণ তো সেই একটাই। মহেন্দ্র সিং ধোনি। তাঁর রিভিউর আবেদন যে জলে যায় না, শুক্রবার নন্দনকাননও তার সাক্ষী রইল। আর সেই জন্যই যেন নাইটদের চাপে ফেলে শুরুতেই লিনকে ফিরতে দেখেও কষ্ট নেই ক্রিকেটপ্রেমীদের মনে। আবার সেই ইডেনের মুখেই চওড়া হাসি শুভমান গিলের মারকাটারি ইনিংস দেখে। আর এখানেই সফল আইপিএল।

[ব্যাটিং নিয়ে কোহলিকে ‘অপমান’ আফগান ক্রিকেটার শেহজাদের]

এদিন লড়াইটা ঠিক চেন্নাই বনাম কলকাতার ছিল না। ছিল ধোনিকে নিয়ে আবেগ বনাম কলকাতার প্রতি ভালবাসার। আর তাই বাইশ গজের লড়াইয়ের থেকেও বেশি কিছু হয়ে দাঁড়িয়েছিল বৃহস্পতিবারের নাইট শো। যেখানে শহরবাসীর হৃদয় বলছিল, প্লে-অফে পৌঁছনোর রাস্তা সহজ করতে দু’পয়েন্ট ঘরে আসুক কেকেআরের। আর মন বলছিল, ৩৬ বছরেও সুপার ফর্মে থাকা ধোনির ইনিংসটা যেন এদিন স্মরণীয় হয়ে থাকে। দুটি ইচ্ছেই পূরণ হল। ধোনির অপরাজিত ৪৩ রানের ইনিংসে ফের দেখা গেল সেইসব আগুনে ঝলক। বাউন্ডারি আর ওভার-বাউন্ডারির রমরমা। ধারাভাষ্যে ফের উচ্চারিত, ‘মাহি মার রহা হ্যায়’। তাঁকে রুখে দেওয়া গেল না কোনওভাবেই। আর এসবের পরও গঙ্গাপারে থামল তুফান বেগে ছোটা চেন্নাই এক্সপ্রেস। ঘরের মাঠেই অ্যাওয়ে ম্যাচের মধুর প্রতিশোধ নিলেন কার্তিকরা। বরুণদেবও যেন নাইট জয়ের এমন রাতে বাধা হয়ে দাঁড়াতে চাননি।

চেন্নাইকে আটকে দেওয়ার চেষ্টাটাও ছিল চোখে পড়ার মতো। যেখানে ১২ ওভারে চেন্নাইয়ের স্কোর ১০৩ রান, সেখান থেকে আরও আট ওভার খেলে স্কোরবোর্ডে ৭৪ রানের বেশি যোগ করতে পারলেন না ব্যাটসম্যানরা। ধোনির দলের রান আটকানো আর উইকেট নেওয়ার কাজটা সামলালো আইপিএলের সবচেয়ে জনপ্রিয় স্পিনার ট্রায়ো। যাঁদের উপর ভরসা রেখে কার্তিক এখন যে কোনও দলের বিরুদ্ধেই মহারণে প্রস্তুত। দুটি করে উইকেট ঝুলিতে ভরে নিলেন সুনীল নারিন, পীয়ূষ চাওলারা। কিন্তু শুধু তো বোলিং দিয়ে নয়, চেন্নাই বধ করতে প্রয়োজন ছিল টিমগেমের। বেঙ্গালুরু ম্যাচের পর সেটাই এদিনও করে দেখালেন কার্তিকরা। লিন শুরুতে হোঁচট খেলেও সে ধাক্কা সামলান নারিন। কিন্তু তারপর বাইশ গজে যাঁরা জুটি বাঁধলেন, তাঁরা জয় ছিনিয়েই মাঠ ছাড়লেন। দুর্দান্ত ইনিংস খেলে দলে নিজের গুরুত্বটা জানান দিয়ে গেলেন তরুণ গিল। আর ক্যাপ্টেন? তিনিও কম গেলেন না। দেশের সবচেয়ে সফল ক্যাপ্টেনের বিরুদ্ধে দায়িত্ব নিয়ে দলকে এনে দিলেন মূল্যবান দুটি পয়েন্ট। বুদ্ধি এবং ব্যাটিং, দুই বিভাগেই এদিন কামাল করলেন কার্তিক। ন’ম্যাচে পাঁচটি জিতে আপাতত লিগ তালিকার তিন নম্বরে কেকেআর।

একদিকে, ‘ধো…নি, ধো…নি’ শব্দব্রহ্মের মাধ্যমে ধোনির প্রতি ভালবাসা উজার করে দিল তিলোত্তমা। আর সেই রাতেই শহরের প্রতি ভালবাসাও রইল অটুট।

[অঞ্জনের বিরুদ্ধে তোপ সত্যজিতের, শুক্রবার মোহনবাগানে কার্যনির্বাহী কমিটির সভা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement