Advertisement
Advertisement

আইপিএল নিলাম: অলরাউন্ড পারফরম্যান্সেই সবথেকে দামি স্টোকস

দেখে নিন টিম লিস্ট।

IPL 2018: Ben Stokes becomes highest paid cricketer

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 27, 2018 1:50 pm
  • Updated:January 27, 2018 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে নিলামে চমকের পর চমক। ১২.৫ কোটিতে বেন স্টোকস যেমন কাঁপিয়ে দিলেন, তেমন ১১ কোটির লোকেশ রাহুল ও মণীশ পাণ্ডেও শোরগোল ফেলেছেন। আর সারপ্রাইজ প্যাকেজ রশিদ খান। যার দর উঠল ১০ কোটি।

কলকাতা নাইট রাইডার্স: মিচেল স্টার্ক (৯.৪ কোটি) কোটি, ক্রিস লিন (৯.৬ কোটি), দীনেশ কার্তিক (৭.৪ কোটি), রবিন উত্থাপ্পা (৬.৪ কোটি), পীযূষ চাওলা (৪.২ কোটি), কুলদীপ যাদব (৫.৮ কোটি), কমলেশ নাগারকোটি (৩.২ কোটি) শুভম গিল (১.৮ কোটি), ইশাঙ্ক জাগ্গি (২০ লক্ষ)।

Advertisement

[আইপিএলে ১১ কোটি দর মণীশ-রাহুলের, ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ]

দিল্লি ডেয়ারডেভিলস – গ্লেন ম্যাক্সওয়েল (৯ কোটি), শ্রেয়স আইয়ার,গৌতম গম্ভীর (২.৮), কলিন মুনরো (১.৯ কোটি), মহম্মদ শামি (৩ কোটি), পৃথ্বী সাউ (১.২ কোটি) কোটি, রাবাডা (৪.২ কোটি), অমিত মিশ্র (৪ কোটি), রাহুল  তেওটিয়া (৩ কোটি), পৃথ্বী শ (১.২ কোটি)।

মুম্বই ইন্ডিয়ান্স – পোলার্ড (৫.৪ কোটি), প্যাট কামিন্স (৫.৪ কোটি), সূর্যকুমার যাদব (৩.২ কোটি), মুস্তাফিজুর রহমান (২.২ কোটি)।

সানরাইজার্স হায়দরাবাদ – মণীশ পাণ্ডে (১১ কোটি),  রশিদ খান (৯ কোটি), শিখর ধাওয়ান (৫.২ কোটি), ঋদ্ধিমান সাহা (৫ কোটি), কেন উইলিয়ামসন (৩ কোটি),  ব্রেথওয়েট (২ কোটি), সাকিব আল হাসান (২ কোটি)।

রাজস্থান রয়্যালস – বেন স্টোকস (১২.৫ কোটি), সঞ্জু স্যামসন (৮ কোটি), বাটলার (৪.৪ কোটি), রাহানে (৪ কোটি), রাহুল ত্রিপাঠী (৩.৪ কোটি), মুনরো (১.৯ কোটি),

চেন্নাই সুপারকিংস – কর্ণ শর্মা (৫ কোটি), ইমরান  তাহির (১ কোটি), আম্বাতি রায়াড়ু (২.২ কোটি), শেন ওয়াটসন (৪ কোটি), কেদার যাদব (৭.৮ কোটি), হরভজন (২ কোটি), দু প্লেসি (১.৬ কোটি)।

[আইপিএল নিলামে ১২.৫ কোটিতে রাজস্থানে স্টোকস, টিম পেলেন না গেইল]

কিংস ইলেভেন পাঞ্জাব – রবিচন্দ্রন অশ্বিন (৭.৬ কোটি), অ্যারন ফিঞ্চ (৬.২ কোটি), মার্কাস স্টইনিস (৬.২ কোটি), করুণ নায়ার (৫.৬ কোটি), কে এল রাহুল (১১ কোটি), ডেভিড মিলার (৩ কোটি), যুবরাজ (২ কোটি),

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ক্রিস ওকস (৭.৪ কোটি), যজুবেন্দ্র চাহল (৬ কোটি), উমেশ যাদব (৪.২ কোটি), ব্রেন্ডন ম্যাকালাম (৩.৬ কোটি),  কুইন্টন ডি কক (২.৮ কোটি), কলিন ডে গ্র্যান্ডহোম (২.২ কোটি), মইন আলি (১.৭ কোটি),

যারা টিম পেলেন না – ক্রিস গেইল, জো রুট, মুরলী বিজয়, পার্থিব প্যাটেল, মিচেল জনসন, টিম সাউদি, ইশান্ত শর্মা, জেমস ফকনার, হাসিম আমলা> এবারের রনজি ট্রফিতে সর্বাধিক উইকেট নেওয়া বিদর্ভের রজনীশ গুরবানিকেও কেনার আগ্রহ দেখায় নি কোনও ফ্র্যাঞ্চাইজি। এই মরশুমে ৩৯টি উইকেট নেন তিনি। ভাবা যায়!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement