Advertisement
Advertisement

জানেন, কিং খানের কাছে কী আবদার করলেন নাইট সদস্য ক্রিস লিন?

ভিডিওতে দেখে নিন কলকাতা নাইট রাইডার্স দলের অন্দরমহলের মুহূর্তগুলি৷

IPL 10: what Chris Lynn said after winning the 1st match against Gujarat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 9, 2017 10:28 am
  • Updated:July 11, 2018 11:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওপেনিং জুটি হিসেবে ১৮৪ রানের পার্টনাটশিপ৷ আইপিএল ইতিহাসে এমন রেকর্ডের সাক্ষী এর আগে হননি দর্শকরা৷ কেকেআর দলের দুই তারকা গৌতম গম্ভীর এবং ক্রিস লিনকে তাই আলাদা করে মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা৷ ১০ উইকেটে লায়ন বধ করে আইপিএল দশের প্রথম ম্যাচ জয়ের সেলিব্রেশনটাও হল জমকালোভাবে৷ ড্রেসিং রুমে কেক কাটলেন উইনাররা৷ ম্যাচের সেরা লিনের মাথা তখন কেকে মাখামাখি৷ সেলিব্রেশনের পর ৯৩ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান যা বললেন, তা শুনে হাসি আর ধরে রাখতে পারলেন না নাইটরা৷ অজি তারকা বলেন, “কিং খান যদি আমায় পরের বছরও এই দলে রেখে দেন, তাহলে আমি মুখময় কেক মাখতেও রাজি৷”

[বাবাকে হারিয়েও মাঠে ঋষভ পন্থ, দায়বদ্ধতার নজির গড়লেন তরুণ তুর্কি]

লিনকে ওপেন করতে নামিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন নেতা গম্ভীর৷ প্রথম ম্যাচে তাঁর পারফরম্যান্সে দারুণ খুশি ক্যাপ্টেন৷ বললেন, “ব্যাটিংয়ের সময় যেভাবে ওকে পাশে পেয়েছি, তা সত্যিই প্রশংসনীয়৷” প্রথম জয়টা গোটা দলের মেজাজটাই পাল্টে দিয়েছে৷ রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নামার আগে দারুণ চনমনে মেজাজে রয়েছেন কুলদীপ যাদব, সুনীল নারিনরা৷

Advertisement

[লিন-গম্ভীর ঝড়ে উড়ে গেল গুজরাট, ১০ উইকেটে জয়ী কেকেআর]

রোহিত শর্মাদের ঘরের মাঠ৷ তার উপর আগের ম্যাচে পুণের কাছে পরাস্ত হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স৷ তাই ওয়াংখেড়েতে সর্বশক্তি দিয়েই যে লড়াই করবেন জয়বর্ধনের ছেলেরা, তা আর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না৷ কিন্তু তাতে কী? কেকেআর আছে কেকেআর-এই৷ ব্যাটে-বলে আত্মবিশ্বাসী দু’বারের চ্যাম্পিয়নরা সবরকম চ্যালেঞ্জের জন্যই প্রস্তুত৷ মুম্বইকে মাত দিয়েই নিজের শহর কলকাতায় ফিরতে চায় গম্ভীর অ্যান্ড কোম্পানি৷

ভিডিওতে দেখে নিন কলকাতা নাইট রাইডার্স দলের অন্দরমহলের মুহূর্তগুলি৷

এদিকে নিজেদের দলকে উৎদিতে ওয়াংখেড়ে ভরাবেন মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা৷ তাঁরা নিশ্চিত, পোলার্ড, রোহিতরাই আজ শেষ হাসি হাসবেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement