সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টার মায়ামিতে (Inter Miami) লিও মেসি (Lionel Messi)। আর মেসির জন্যই ইন্টার মায়ামির দর্শকাসন বাড়ানো হচ্ছে।
ইন্টার মায়ামির নিজস্ব স্টেডিয়ামে ১৮ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন। কিন্তু মেসি আসছেন বলে ক্লাব আরও দর্শকাসন বাড়াচ্ছে।
ইন্টার মায়ামির তরফ থেকে মনে করা হচ্ছে প্রতি সপ্তাহে মেসি যখন ইন্টার মায়ামির হয়ে নামবেন, তখন গ্যালারি কাণায় কাণায় পূর্ণ থাকবে। ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচে নামবেন মেসি। ইন্টার মায়ামির সঙ্গে প্রথম ম্যাচ ক্রুজ আজুল।
ইতিমধ্যেই মেসি এসে পড়েছেন মার্কিন মুলুকে। তাঁর জন্য আবেগে ভাসছে মায়ামি। মার্কিন মুলুকে পা রাখার আগে থেকেই মেসি-আবেগে ভেসে যাচ্ছে মায়ামি। একটি দেওয়ালে মেসির ম্যুরাল আঁকা হয়। মেসি আসছেন, তাই ম্যুরালটিতে রং লাগানো হয়েছে। তার তদারকি করছেন স্বয়ং ডেভিড বেকহ্যাম (David Beckham)। প্রাক্তন তারকার জন্যই ইন্টার মায়ামিতে আসা মেসির। ক্লাবের কো-ওনার তিনি। মেসি এসে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার কেবল নেমে পড়ার অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.