Advertisement
Advertisement
Gerardo Martino Lionel Messi

আর্জেন্টিনার মতো মায়ামিকেও একা টানছেন মেসি, নায়কের প্রশংসায় মার্টিনো

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে স্বপ্নের ফর্মে মেসি।

Inter Miami coach Gerardo Martino lauded Lionel Messi's leadership qualities on and off the pitch । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 11, 2023 1:57 pm
  • Updated:August 11, 2023 1:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপে ঠিক যেভাবে আর্জেন্টিনা দলকে টেনেছিলেন, নীল-সাদা জার্সিধারীদের চ্যাম্পিয়ন করেছিলেন, মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতেও ঠিক একই ভূমিকায় দেখা যাচ্ছে লিওনেল মেসিকে (Lionel Messi)।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন মেসি। গোল করছেন। যে ইন্টার মায়ামিকে জিততে রীতিমতো বেগ পেতে হতো, মেসি আসার পরে সেই দলই তরতরিয়ে এগিয়ে চলছে। ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো (Gerardo Martino) বলছেন, ” বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ঠিক যেমন পারফরম্যান্স করেছিল মেসি, এখানেও ঠিক একই রকম পারফরম্যান্স করছে। একটু বেশিও নয়, একটু কমও নয়।”

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে যাবে কোন চারটি দল? ভবিষ্যদ্বাণী করলেন আকাশ চোপড়া]

 

মাঠের ভিতরে মেসির নেতৃত্ব দেওয়ার ক্ষমতার প্রশংসায় মার্টিনো। গত কয়েক বছরে আর্জেন্টাইন মহাতারকার নেতৃত্ব দক্ষতা প্রকাশ পেয়েছে। মার্টিনো বলছেন, ”মাঠের ভিতরে এবং বাইরে লিওর লিডারশিপ দক্ষতা দেখার মতো। বিশ্বকাপে মেসির লিডারশিপ দক্ষতা প্রমাণ করে নেতা হিসেবে ও পরিণত।”

বার্সেলোনায় অল্প কয়েকদিন মেসিকে কোচিং করিয়েছিলেন মার্টিনো। আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে দু’ বছর মেসির হেডস্যর ছিলেন মার্টিনো। কাতার বিশ্বকাপে অন্য মেসিকে দেখা গিয়েছে। নেতা হিসেবে যে তাঁর ব্যাপক পরিবর্তন হয়েছে তা দেখা গিয়েছে কাতারে। মার্টিনো বলছেন, ”কেরিয়ারের গোড়ার দিকে ফুটবল দলকেই কেবল নেতৃত্ব দিত মেসি। কিন্তু এখন পরিবর্তন এসেছে। মেসি এখন ট্রেনিংয়ে দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলে, তাদের নির্দেশ দেয়, দলের কৌশল অবলম্বনে ভূমিকা গ্রহণ করে।” 

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ইতিহাস রোনাল্ডোর, মেসিকে টপকে প্রথম ব্যক্তি হিসাবে গড়লেন এই নজির]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement