Advertisement
Advertisement

অবসর ভেঙে ফিরেই চোট পেয়ে বসলেন মেসি

চোট সারিয়ে আবার মেসি ম্যাজিক দেখার অপেক্ষাতেই এখন প্রার্থনায় দিন গুনছে আর্জেন্টিনাবাসী৷

Injury suspends Messi from next match
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 6:15 pm
  • Updated:September 3, 2016 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জার্সিতে প্রত্যাবর্তন করেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মেসি৷ এলএম টেনের দাপটে উরুগুয়েকে বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা গ্রুপ শীর্ষে চলে গিয়েছে৷ কিন্তু প্রত্যাবর্তনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মারাত্মক চোট পেয়ে বসলেন তিনি৷

কিন্তু এই ম্যাচেই এমন চোট লেগেছে যে পরবর্তী ম্যাচে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না মেসি৷ খেলার পর থেকেই কুচকিতে ব্যথা অনুভব করতে শুরু করেন৷ হাঁটতেও কষ্ট হচ্ছিল তাঁর৷ তাই আগামী মঙ্গলবার ভেনিজুয়েলার ম্যাচে তাঁর পক্ষে খেলা যে একপ্রকার অসম্ভব তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর্জেণ্টিনার কোচ এডগার্দো বাউজা৷

Advertisement

খেলার শেষে কোচ বলেন, “আগামী মঙ্গলবার তাকে কোনওমতেই খেলাব না৷ আমি জানি, খেলতে বললে হয়তো মেসি খেলবে৷ কিন্তু তার পক্ষে বড্ড বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে৷ আমরা কখনওই চাইব না কোনও বড় আঘাতের সম্মুখীন হোক মেসি৷”

আর্জেন্টাইনদের এখন মেসি নামটা মন্ত্রমুগ্ধ করে দেয়৷ আর এই মেসিই  কোপা আমেরিকার ফাইনালে হারার পর আর্জেণ্টিনার হয়ে আর কোনও ম্যাচ খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন৷ তখন সারা বিশ্বজুড়ে মেসিভক্তদের কাছে এই ঘোষণা বিরাট বড় আঘাত দিয়েছিল৷ অবশেষে তাঁর অগনিত ভক্তদের আশ্বস্ত করে ফিরে এসেছেন তিনি৷ মাঠে নেমেই গোল করে বুঝিয়ে দিয়েছেন কেন তিনি পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার৷ দেশের জার্সিতে তাঁর ফের সোনালি দিনগুলি ফিরে পাওয়ার আশায় বাদ সাধল এই চোট৷ চোট সারিয়ে আবার মেসি ম্যাজিক দেখার অপেক্ষাতেই এখন প্রার্থনায় দিন গুনছে আর্জেন্টিনাবাসী৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement