অজিদের উইকেট নেওয়ার পর ভারতের মহিলা দলের সেলিব্রেশন। ছবি: টুইটার
অস্ট্রেলিয়া, প্রথম ইনিংস – ২১৯ (তাহিলা ৫০, পূজা ৪/৫৩, স্নেহ ৩/৫৬, দীপ্তি ২/৪৫)
ভারত, প্রথম ইনিংস – ৪০৬ (দীপ্তি ৭৮, স্মৃতি ৭৪, জেমাইমা ৭৩, রিচা ৫২, পূজা ৪৭, গার্ডনার ৪/১০০)
অস্ট্রেলিয়া, দ্বিতীয় ইনিংস – ২৩৩/৫ (তাহিলা ৭৩, এলিস পেরি ৪৫, হরমন ২/২৩, স্নেহ ২/৫৪)
তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৪৬ রানে এগিয়ে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের (England Womens Cricket Team) পর কি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার (Australia Womens Cricket Team) বিরুদ্ধেও জয়ের মুখ দেখবে ভারত (India Womens Cricket Team)? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। অজি মহিলা দলের বিরুদ্ধে চলতি ওয়ান-অফ টেস্টের দুদিন দাপট দেখানোর পর, তৃতীয় দিনও দারুণ পারফরম্যান্স করল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) প্রমিলাবাহিনী। ভারতের প্রথম ইনিংস ৪০৬ রানে শেষ হয়ে যাওয়ার পর, দলের অধিনায়ক ও স্নেহ রানার (Sneh Rana) স্পিন ম্যাজিকে অজিরা দ্বিতীয় ইনিংসেও বেশ চাপে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বিপক্ষ দল ৫ উইকেটে ২৩৩ রান তুলতে পেরেছে। ফলে তাদের লিড মাত্র ৪৬ রানের। ওয়াংখেড়ে স্টেডিয়ামের লাল মাটির পিচ ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে। এমন অবস্থায় ভারতীয় দল ফের একবার দাপট দেখাতে পারলে, স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)-দীপ্তি শর্মাদের (Deepti Sharma) এই টেস্ট জেতাও শুধু সময়ের অপেক্ষা। তবে সেটা করতে হলে স্নায়ুর চাপ সামলাতে হবে।
এদিকে এদিন ৭ উইকেটে ৩৭৬ রানে খেলতে নেমেছিল ভারত। দীপ্তি ৭০ ও পূজা বস্ত্রকার ৩৩ রানে ক্রিজে এসেছিলেন। তবে মাত্র ৩০ রান যোগ শেষ হয়ে যায় প্রথম ইনিংস। পূজার ৪৭ রানে থেমে যান। ফলে ৩৯৬ রানে ৮ উইকেট হারায় ভারত। এর কিছুক্ষণ পর ১৭১ বলে ৭৮ রানে আউট হন দীপ্তি। তাঁর ইনিংস ৯টি চার দিয়ে সাজানো ছিল। তবে ৪০৬ রানে অলআউট হলেও, ভারত মূল্যবান ১৮৭ রানের লিড পায়।
স্পিনারদের বিরুদ্ধে ১৮৭ রানের লিড যথেষ্ট। যদিও দুই অজি ওপেনার বেথ মুনি ও ফোবেই লিটচফিল্ড খুব দেখেশুনেই দ্বিতীয় ইনিংস শুরু করেন। যদিও শেষরক্ষা হয়নি। বেথ মুনি ৩৩ রানে ব্যাট করার সময় দারুণ রিফ্লেক্সের সাহায্যে তাঁকে রান আউট করেন সিলি পয়েন্ট থাকা রিচা ঘোষ। ৪৯ রানে ১ উইকেট হারায় অজিরা। এর পর ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বিপক্ষ দল। লিটচফিল্ডকে (১৮) ফিরিয়ে দ্বিতীয় ধাক্কা দেন স্নেহ। যদিও তৃতীয় উইকেটে কিছুটা হাল ধরার চেষ্টা করেন এলিস পেরি (৪৫) ও তাহিলা ম্যাকগ্রা। কিন্তু ৮৪ রান যোগ হতেই এলিস পেরিকে আউট করে ফের অজিদের চাপ বাড়িয়ে দেন অফ স্পিনার স্নেহ।
এর পর ভারতকে ম্যাচে ফেরান অধিনায়ক হরমনপ্রীত। তাঁর গোল্ডেন আর্ম কাজে দেয়। দুই সেট ব্যাটার তাহিলা ম্যাকগ্রা (৭৩) ও অজি অ্যালিসা হিলির (৩২) উইকেট হরমনপ্রীতের দখলে। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ২৩৩। সব মিলিয়ে তাদের লিড ৪৬ রান। শেষ দিন প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে অলআউট করতে পারলে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারবে ভারত। স্নায়ুর চাপ সামলানোটাও প্রয়োজন। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে গভীরতা অনেক। তৃতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলে গার্ডনার। নামা বাকি জেস জোনাসনের। এই তিন উইকেট নিলে তবেই অজিদের অলআউট করা সম্ভব। চতুর্থ দিন প্রথম সেশন ভারত কেমন বোলিং করে, তার ওপরই এখন জয় নির্ভর করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.