Advertisement
Advertisement

Breaking News

উবের কাপে ব্রোঞ্জ জয়ী সাইনারা

ঘরের সমর্থকদের সামনে সাইনার বিরুদ্ধে ম্যাচ জিতে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি চিনা ব্যাডমিন্টন তারকা লি জেরুইকে৷ প্রথম গেমে হারের পর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়িয়েছিলেন সাইনা৷ তবে শেষরক্ষা করতে পারলেন না৷

India's Saina Nehwal and co. lose to China
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2016 6:41 pm
  • Updated:July 11, 2018 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনা জেতা হল না৷ ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল সাইনা অ্যান্ড কোম্পানিকে৷
উবের কাপের শেষ চারে উঠেই ব্রোঞ্জ নিশ্চিত করেছিল ভারত৷ শুক্রবার সেই বাধা আর অতিক্রম করতে পারলেন না সাইনারা৷ চিনের কাছে পরাস্ত হয়ে ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় শাটলারদের৷
ঘরের সমর্থকদের সামনে সাইনার বিরুদ্ধে ম্যাচ জিতে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি চিনা ব্যাডমিন্টন তারকা লি জেরুইকে৷ প্রথম গেমে হারের পর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়িয়েছিলেন সাইনা৷ তবে শেষরক্ষা করতে পারলেন না৷ রিও ওলিম্পিকে যাওয়ার আগে নিঃসন্দেহে যা বড়সড় ধাক্কা৷ প্রথম ম্যাচে সাইনা হেরে যাওয়ায় চাপে পড়ে যান পিভি সিন্ধু৷ দলকে খাদ থেকে টেনে তোলার গুরু দায়িত্ব এসে পড়ে তাঁর ঘাড়ে৷ শুরুটা ভাল হলেও সিন্ধুকে স্ট্রেট গেমেই হারিয়ে দেন শিজিয়ান৷ চিনা শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৩, ২৩-২১৷ শেষ ম্যাচে জোয়ালা গুট্টা ও সিকি রেড্ডি হারলে ৩-০-য় বাজিমাত করেন চিনা তারকারা৷ সোনা জয়ের লক্ষ্য নিয়ে শনিবার কোর্টে নামবে ১৩ বারের চ্যাম্পিয়ন দল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement