Advertisement
Advertisement

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে মিতালি অ্যান্ড কোম্পানি

বৃহস্পতিবার ব্যাংককে শ্রীলঙ্কাকে ৫২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন মিতালিরা৷

Indian woman team storm into Asia Cup t-20 final
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 1, 2016 9:05 pm
  • Updated:December 1, 2016 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রতিরোধ্য মিতালি রাজ অ্যান্ড কোম্পানি৷ চার ম্যাচের চারটেতেই জয়৷ আর সেই সৌজন্যে হাসতে হাসতে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল৷

বৃহস্পতিবার ব্যাংককে শ্রীলঙ্কাকে ৫২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন মিতালিরা৷ টস জিতে ওপেন করতে নেমে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক মিতালি৷ এদিন টি-টোয়েন্টিতে নিজের নবম হাফ-সেঞ্চুরিটি করে ফেলেন অধিনায়ক মিতালি৷ ছ’টি বাউন্ডারি হাঁকিয়ে ৬২ রান করে প্যাভিলিয়ে ফেরেন তিনি৷ ১২২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৬৯ রানেই ন’টি উইকেট খুইয়ে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা৷ তিনটি করে উইকেট তুলে নেন প্রীতি বোস এবং একতা বিস্ত৷ দলকে ফাইনালে পৌঁছে দিতে পারায় উচ্ছ্বসিত ম্যাচের সেরা মিতালি৷

Advertisement

এর আগে বাংলাদেশ, পাকিস্তান এবং থাইল্যান্ডকে দুরমুশ করেছিলের ভারতীয় মহিলারা৷ শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে নেপালের মুখোমুখি হবেন ঝুলন গোস্বামীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement